EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

আজ গোয়ার মাঠে বিরাট কোহলির গোয়া টিমের সামনে আলেজান্দ্রো মেনেন্দেজের ইষ্ট বেঙ্গল.

আজ বিরাট কোহলির দলের সামনে ইষ্ট বেঙ্গল,আই-লীগ ও আই.এস.এল শুরুর আগে প্রত্যেক দলই বেশ কিছু প্রস্ততি ম্যাচে নামতে চলেছে নিজেদের শক্তি জাচাই করতে। এমনিই এক ম্যাচে আজ গোয়ার মাঠে বিরাট কোহলির গোয়া টিমের সামনে আলেজান্দ্রো মেনেন্দেজের ইষ্ট বেঙ্গল। দলের দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি, এরই মধ্যে দলের 'রোগ' খুঁজতে তার চিকিৎসাও শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ।

মরশুমের শুরুতে যে দলের ফিটনেস ট্রেনিং ঠিক ভাবে হয়নি, তা কোলকাতা লীগের ম্যাচেই বোঝা গেছে। এখন প্রশ্ন হলো, নতুন ফিসিকাল ট্রেনার এই ক'দিনে কতোটা ফিট করতে পেরেছেন ফুটবলার দের?

স্প্যানিশ ডিফেন্ডার বোর্হা এবং জাতীয় ডিফেন্ডার সালাম যোগ দেওয়ায় রক্ষনে শক্তি অনেকটাই বেড়েছে ইষ্ট বেঙ্গলের। হয়তো সামাদ-মেহতাব দের সরিয়ে এবার তাদের দু-জন কেই খেলাবেন নতুন কোচ, চুলোভার জায়গায় হয় ফানাই বা, ট্রায়ালে আসে মুনমুন খেলবেন। তবে প্রশ্ন হচ্ছে, গোল কে করবেন? জবি কোলকাতা লীগেই সেভাবে ভরসা দিতে পারেননি, তাই, দলে যোগ দিতে চলা এসকেডাই এখন আশার আলো লাল-হলুদের.

কোলকাতা লীগের জল-কাদার মাঠে সেভাবে রালতে-ব্রেন্ডন না সুবিধে পায়নি, গোয়ার অল্প ঘাসের মাঠে তাদের উইং ধরে খেলা দেখার অপেক্ষায় লাল-হলুদ সমর্থকরা। সঙ্গেই বোর্হা-জনি জুটি প্রথম ম্যাচে কতোটা 'ক্লিক' করতে পারে, সেদিকেও নজর থাকবে ভারতীয় ফুটবল সমর্থক দের.

এখন দেখার, নতুন কোচ এবং তার সিস্টেমের হাত ধরে শারদীয়ার আবহে সবুজ ঘাসে শিউলি ফোটাতে পারে কি না 'নতুন' ইষ্ট বেঙ্গল, তাও আবার, আরব সাগরের পারে.

Related Articles

More Articles

Latest News

More News
Club News Posted on November 01, 2018

লক্ষীবারে পাহাড়ে শিলং বধ করলো ইস্টবেঙ্গল.

খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...