EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

'ঘরের ছেলে'-এর দলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই মরশুম শুরু করছে ইস্ট বেঙ্গল.

QUESS ইস্ট বেঙ্গল ফুটবল টিম ISL-এ খেলবে কি না, তা নিয়ে অনিস্চয়তার মেঘ কাটেনি এখনও। IMG-R বিডিং সিস্টেম শুরু না করলে এই বছর আই-লীগেই খেলতে হবে কর্পোরেট ধাঁচে সদ্য গড়তে থাকা ইস্ট বেঙ্গলকে।

এরই মধ্যে ৯৯তম প্রতিষ্ঠা দিবসের রেশ কাটকে না কাটতেই মরশুমে প্রথম নামতে চলেছে ইস্ট বেঙ্গল, তাদের প্রতিপক্ষ 'ঘরের ছেলে' মনরঞ্জন ভট্টাচার্যর টালিগঞ্জ অগ্রগামী। খেলা কাল বিকেল ৪:৩০ টেয় ইস্ট বেঙ্গল মাঠে। প্রথমবারের জন্য নৈশালকে খেলবে মশাল বাহিনী। সভাবতই মুখিয়ে আছেন সমর্থকরা।

মরশুম শুরুতেই টিডি সুভাষ বলে দিয়েছেন, এবছরের CFL হবে তরুন ফুটবলার দের অভিঞ্জতা বাড়ানোর জন্য। বিদেশীরা ডার্বি এবং মিনি ডার্বি ছাঁড়া খুব বেশি মাঠে নামবেন না। তার বার্তা, দলের বাজে পারফর্মেন্স হলে সমর্থকরা যেন ফুটবলার দের কিছু না বলেন, সব দোষ তার হবে। এদিকে দলে একঝাক নতুন মুখ এবারে। সঞ্চায়ন-কমলপ্রীত-গগণদীপ-আকোস্তা-ডাগর দের পাশাপাশি ফিরে এসেছেন অভ্র এবং ডিডিকা। সঙ্গে মোহনবাগান থেকে এসেছেন কিংশুক। ওদিকে জবি জাস্টিনের চোট একটু হলেও চিন্তায় রাখবে সুভাষ কে। এখন দেখার, এবছর লাল-হলুদ কি '৯ এ ৯' করতে পারবে কি না!

 

Related Articles

More Articles

Latest News

More News
Club News Posted on November 01, 2018

লক্ষীবারে পাহাড়ে শিলং বধ করলো ইস্টবেঙ্গল.

খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...