EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

“সোজা ভাষায় বলছি, আমরা আই-লীগ জিততে মরিয়া” :-অর্ণব মন্ডল.

গতো মরশুম তৃতীয় স্থানে শেষ করে, ইস্টবেঙ্গল অধিনায়ক অর্ণব মন্ডলের পাখির চোখ এখন ২০১৭-১৮ মরশুমের ১১তম হিরো আই-লীগে, যা শুরু হতে চলেছে ২৭শে নভেম্বর থেকে। "সোজা ভাষায় বলছি, আমরা আই-লীগ জিততে মরিয়া। " হিরো আই-লীগের লঞ্চিং-এর সাইডলাইনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন অর্ণব মন্ডল। "আই-লীগ জিততে পারলেই মরশুম শেষে সফল হবো আমরা। আমাদের পুরো ফোকাস এখন ওই ট্রফিটা"লাল-হলুদ ব্রিগেড প্রতিবারই আই-লীগ জিতে চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে থাকে। গতো মরশুমে তারা ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে মোহনবাগানের থেকে ১ ধাপ নিচে, ৩ নম্বরে শেষ করেছিলো, যেখানে ছিলো চ্যাম্পিয়ান আইজলের সঙ্গে ৪ পয়েন্টের তফাৎ। 

 "আমাদের টার্গেট আই-লীগ জেতা। আর, আমি আমার নিজের জন্যও এই ট্রফি টা জিততে চাই। এটাই হবে আমার ফুটবল জীবনের সেরা ট্রফি জয়"। একটু থেমে বেহালা-পূত্র বলনে, "আমি আমার নিজের জন্য এই সাফল্য খুব ভাবে আশা করছি। এটা আমার কাছে চির স্মরনীয় হয়ে থাকবে, যদি জিততে পারি".আত্মবিশ্বাসী অর্ণব আরও বললেন যে, এইবার আই-লীগ জিততে পারলে সমর্থক দের উৎসর্গ করবেন। "যদি আমরা এবছর আই-লীগ জিতি, সেটা হবে সমর্থক দের জন্য আমাদের তরফ থেকে উপহার। ওরা বিপদে-আপদে আমাদের পাশে সব সময় ছিলো। তাই, তারাও উপহারের দাবিদার। তাই আই-লীগ জিতলে, ট্রফি টা তাঁদের উৎসর্গ করব"

 কিন্তু অধিনায়ক যতোই বলুন, আই-লীগের শুরু টা মোটেও সোজা হবে না এই কলকাতা-প্রধানের জন্য। প্রথম ম্যাচেই তারা খেলবেন গতো বারের চ্যাম্পিয়ান, আইজল এফ.সি র বিরুদ্ধে। "আই-লীগের প্রত্যেক দল কেই আমরা সমিহ করছি। কোনও দলই সহজ নয় এবং, সবাই জেতার জন্যই খেলে। আমাদের কাছে একটাই লক্ষ, সব টিমের বিরুদ্ধে সেরাটা দিয়ে জিততে হবে"."শিখরে থাকতে চাইলে চাপ টা সব সময়েই নিতে হয়। তাই আমরা প্রথম দু-টো খেলা থেকে যতো সম্ভব পয়েন্ট নিয়ে লীগ জেতার দৌড়ে একটু হলেও ভালো জায়গায় থাকতে চাই".

 "আমরা ম্যাচ ধরে এগোতে চাই। এবং, এ্যওয়ে সমেত সব ম্যাচ জিতেই লীগ শেষ করতে চাই", বলছিলেন এবছর লাল-হলুদের অধিনায়ক অর্ণব মন্ডল।

East-Bengal-Club-Arnab-Mondal

 

Related Articles

More Articles

Latest News

More News
Club News Posted on December 13, 2017

"I took an oath for the fans to win the I League, when I decided to sign for East Bengal":Eduardo Ferreira.

Our EBRP correspondent managed to catch up with the "Big Brazilian" ...