EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

দীর্ঘ সম্পর্কের ইতি। ইউবি গ্রুপের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ ইস্টবেঙ্গলের।

নাটকের অবশান। অবশেষে গাঁটছড়া ভাঙতে চলেছে ইস্ট বেঙ্গল এবং ইউবি-এর! গতো ২০ বছর ধরে লাল-হলুদের টাইটেল স্পন্সর ছিলো "কিংফিশার"। গতো কয়েক বছর ধরে তারা বরাদ্দ টাকার থেকে অনেকটাঈ কম দিচ্ছিল ইস্ট বেঙ্গল কে। তাই দল গড়তে এবং ভালো বিদেশি আনতেও সমস্যা হচ্ছিল কর্তাদের। গতো মরশুম শেষ হতেই তারা জানায়, নতুন মরশুমে তারা দেবে মাত্র দেড় কোটি টাকা! এরপরই কার্যকরী সমীতি র সভা ডাকা হয়। কাল ঠিক হয়, "কিংফিশার" কে আর টাইটেল এবং প্রধান স্পন্সর হিসেবে রাখা হবে না।

কলকাতা লিগ এবং আই. এফ. এ. শিল্ডে লাল-হলুদ খেলবে "ইস্ট বেঙ্গল ফুটবল টিম" নামে। আই-লিগের আগে বড়ো স্পন্সর এনে ভালো বিদেশি আনা হবে। বহু কোম্পানি এবং ব্র্যান্ডের সঙ্গে কথা চলছে, যা এগিয়েছেও অনেক দূর। তাও, সময় হাতে থাকায় "ধীরে চলো নীতি" কে সামনে রেখেই এগচ্ছেন কর্তারা।

 Related Articles

More Articles

Latest News

More News
Club News Posted on November 01, 2018

লক্ষীবারে পাহাড়ে শিলং বধ করলো ইস্টবেঙ্গল.

খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...