EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

সামাদের দল আজ দুর্বল কাস্টমসের মুখোমুখি হচ্ছে নিজেদের মাঠে.

খাতায় কলমে প্রায় সবথেকে দুর্বল দল হয়তো কাস্টমস। আর আজ, শুক্রবার সামাদের দল সেই দুর্বল কাস্টমসের মুখোমুখি হচ্ছে নিজেদের মাঠে।
দলে স্ট্রাইকার সমস্যা বহু বছরেরই। তারপর জবি জাস্টিনের চোট লাগার পর আবার জ্বরে কাবু হয়ে হাসপাতালে ভর্তি। ফলেই চিন্তায় সুভাষ ভৌমিক।

মিনার্ভা থেকে আসা গগণদীপ বর্ষার ভারী মাঠে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি।অপর দিকে, ডিফেন্ডার কমলপ্রীত গতো ম্যাচে ডিফেন্সিভ ব্লকারের জায়গায় নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলেন। তাই খুব বেশি অঘটন না ঘটলে, প্রকাশ এবং সঞ্চায়ন দের আরও কিছুটা অপেক্ষা করতে হবে, এমনটা বলাই যায়! কাসিম সবে এসেই মন কেঁড়েছেন সমর্থক দের। ডিডিকাও যেন ফিরে এসছেন সমহিমায়, ঠিক যেন মর্গ্যান জামানায় ছিলেন। কিন্তু সোশাল মিডিয়ায় প্রশ্ন একটাই, কৌশিক সরকার কে আর কতোদিন বসে থাকতে হবে? ফর্মে থাকা একটা প্লেয়ারের ম্যাচের পর ম্যাচ বাইরে বসে থাকাটা যে বড্ড যন্ত্রনা দেয়!

লিগ এবার 'পাখির চোখ' নয়। মূল টার্গেট তবে যদি ফুটবলার দের তৈরী করাই হয় তাহলে, কৌশিক-রাহুল ঘোষ দের যে আর কতোদিন রিসার্ভ বেঞ্চে রাখা হবে, সেটাই প্রশ্ন সমর্থকদের। কারন, দলে যে বাঙালী ফুটবলারের বড্ড অভাব.

 

Related Articles

More Articles

Latest News

More News
Club News Posted on November 01, 2018

লক্ষীবারে পাহাড়ে শিলং বধ করলো ইস্টবেঙ্গল.

খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...