২৯শে সেপ্টেম্বর, ১৯৭৫। মোহনবাগান কে তাদের মাঠেই ৫-০ তে হারায় ইষ্ট বেঙ্গল, সঙ্গেই জিতেছিলো আই.এফ.এ শিল্ডও! সেই তারিখেই স্প্যনিশ কোচের তত্বাবধানে ইষ্ট বেঙ্গল যাচ্ছে মালেশিয়া, তাদের আবাসিক শিবির করতে। জনি যোগ দিয়েছেন আগেই, সঙ্গে আমনা-কাসিম তো ছিলোই। চলে এসেছে স্প্যনিশ ডিফেন্ডাক বোর্হা এবং, কাল রাতে শহরে এসেছেন মেক্সিকান স্ট্রাইকার, এনরিকে এসকিউডো.সুতরাং বলাই যায়, আই-লীগের আগে গোটা দলটাই পেয়ে যাচ্ছেন লাল-হলুদের প্রাক্তন রিয়াল কোচ।
মালেশিয়ায় মিডিয়া, সমর্থক, কারুরই দাপাদাপি থাকবেনা, তাই সেখানে নিজেদের মতো করে প্রস্তুত হতে পারবেন ফুটবলাররা। সঙ্গেই, একে-অপরের সঙ্গে বোঝাপড়া টাও গড়ে উঠবে ভালো ভাবেই। তাই সব মিলিয়ে, আশা করাই যায় যে, আই-লীগ শুরুর আগেই স্বপ্ন দেখাবে নতুন ইষ্ট বেঙ্গল.
খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...