"জিন হাজির"
বড়দিন পার হলো
পৌষের শেষে
একজন পাড়ি দিলো
আমাদের দেশে
সান্টার ঝুলিখানা
হয়েছিলো ফাঁকা
গরিব বাঙাল দেশে
ফুরিয়েছে টাকা
কোটি কোটি বাঙালের
ইচ্ছের ফলে
ভগবান আকাশেতে
মনে মনে বলে
"এ বছর উপহার নেই?
কেন হবে?
ভালবাসা, দাম নেই?
মনে হবে তবে"
অতএব ফরমান ভুতেদের রাজা
" উপহার ফার্স্ট ক্লাস
না হলেই সাজা"
ভুতেদের রাজা কন
" ইওর হাইনেস
আমারো যে ব্যাগ গুলো
একেবারে শেষ
একখানা ভুত আছে
একা একা থাকে
বাঙালেরা মাঝে মাঝে
মনে হয় ডাকে
ওরেই পাঠায়ে দ্যান
খুব চুপিচুপি
সব খেলা খেলে দেয়
ব্যাটা বহুরূপী
ওখানেও আছে বসে
একা আলাদিন
দুশমন ঘিরে ধরে
যত যায় দিন"
অতএব বাংলায়
পাড়ি দেন তিনি
আলাদিন একা ছিল
চলে আসে "জিনি"
মিলে গেল ইস্টবেঙ্গল, মোহন...