EAST BENGAL the Real POWER -The Official Website
EAST BENGAL the Real POWER Fans

জোর কদমে শুরু লাল-হলুদের প্রাক-মরশুম প্রস্তুতি।

নতুন মরশুম, নতুন দল। আজ থেকে শুরু হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক-মরশুম প্রস্তুতি। বিদেশি ফুটবলার রা না আসায় স্বদেশি ফুটবলার দের সঙ্গে নিয়েই প্রস্তুতি শুরু করে দিলেন কোচ খালিদ জামিল ও তার সহকারি, রঞ্জন চোধুরি। সঙ্গে ছিলেন মোহনবাগান থেকে ছিনিয়ে আনা ফিসিকাল ট্রেনার, গার্সিয়া।

মরশুমের প্রথম প্র্যাকটিস দেখতে সমর্থকদের মধ্যে উৎসাহ ছিলো দেখার মতো। সকাল ৮-টায় অনুশীলন হলেও, লোক হয়েছিলো প্রচুর। মাঠের একধারে কাঠের গ্যালারী তে একদল সমর্থক বাজি পুড়িয়ে, গান গেয়ে উৎসাগ দিলেন তরুন ফুটবলার দের। তেমনই, ট্রেনিং শেষে কোচ খালিদ জামিল ও ফিজিও গার্সিয়া র হাতে উপহার তুলে দিলেন আরেক দল সমর্থক!

২ মাস পর ফের লাল-হলুদ ফুটবলার দের মাঠে দেখে খুশি সমর্থকরা। তাদের চাহিদা একটাই, "খালিদ স্যার, আই-লীগ চাই!"

Related Articles

More Articles