নতুন মরশুম শুরু হতে আর ১মাস আছে হাতে। তাই আগামী সোমবার অর্থাৎ, ১১ই জুন শুরু হতে চলেছে নতুন মরশুমের প্র্যাকটিস। থাকবেন কোচ বাস্তব রায় এবং টিডি সুভাষ ভৌমিক। বিদেশী দের মধ্যে থাকবেন সিরিয়ান মাহমুদ আল-আমনা এবং কাসিম আইদারা(সম্ভবত)।
ইস্ট বেঙ্গল এবার প্রায় সম্পূর্ন নতুন দের নিয়ে খেলবে। ডিফেন্সে গুরবিন্দর এবং অর্ণব দের অনুপস্থিতী ঢাকবেন কৌশিক-সালাম রা। মাঝমাঠে লোবো র জায়গা নিতে এসেছেন তরুন সঞ্চায়ন সমাদ্দার। এছাড়াও, কিন কাঠির তলায় ভরসা দিতে সই হচ্ছে রক্ষিত ডাগরের। এখন দেখার, নতুন মরশুমে সাফল্য বলতে কি পায় লাল-হলুদ জনতা!
খেলার শুরু থেকেই মনে হচ্ছিলো, এ যেন ব...