২৩ অক্টোবরের রবিবারটা হতে পারতো আর পাঁচটা রবিবারের মতোই...মাংস ভাত খেয়ে দুপুরে একটা লম্বা ঘুম কিংবা পরিবার এর সঙ্গে কোনো মাল্টিপ্লেক্স এ চিজ পপকর্ন সহযোগে সিনেমা দেখা। কিন্তু বরাবর এর আৱেগ প্রবণ লাল-হলুদ সমর্থক দের ইচ্ছেটা যে ছিল অন্যরকম..তাই বিজয়া সম্মিলনী তে ক্লাব এ সবার দেখা হবার আনন্দে ক্লাব তাঁবু তে ভিড় টা জমতে সময় নেয়নি।
আর সেটা যখন হবে ক্লাব এর নবনির্মিত লাল হলুদ বাকেট সিট্ এর গ্যালারিতে তখন তো কোনো কথায় নেই...তাই ফেসবুকের একটা ছোট্ট পোস্ট দেখেই সুদূর কল্যাণী কিংবা বারাসাত এমনকি ঝাড়গ্রাম থেকেও এসে হাজির হয়েছিলেন অনেক ইস্টবেঙ্গল সমর্থক...উপলক্ষ একটাই..বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে দীর্ঘদিন বাদে মাঠের বন্ধুদের সাথে দেখা হওয়া, আড্ডা মারা।সঙ্গে মিষ্টি মুখ কোলাকুলি এইসব তো ছিলই.
প্রথমেই আমাদের সবার প্রিয় রাম দা, ভগবান দা দের কে মিষ্টি মুখ করিয়ে শুরু হলো সবার সবাইকে মিষ্টি মুখ করানো...আমাদের সবার প্রিয় সঞ্জয়দার আশ্রম এর সকলের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হলো মিষ্টি। চললো জমিয়ে আড্ডা,ইয়ার্কি,আই লীগ এর সম্ভাব্য দল নিয়ে আলোচনা, মহামেডান এর ছোট দের কে আমাদের ছোট ভাইদের ৩-২ এ হারানো নিয়ে উচ্ছাস..ছবি তোলা সব।
আসলে মাঠে যাওয়া লোক গুলোর কাছে এই আবেগ টাই যে সব..আর সেই সব আবেগের কেন্দ্রস্থল লাল হলুদ গ্যালারি তে যখন সেটা হয়..তখন তা আলাদা মাত্রা এনে দেয় বই কি !