আইএসএল ২০২০-২১ চলছে জোরকদমে। ইতিমধ্যেই হয়ে গেছে চুয়াল্লিশটি ম্যাচ। ২০২০ সালের শেষে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন এটিকে, যাদের বর্তমান নাম এটিকেএমবি। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বাই সিটি এফসি।
নববর্ষের আমেজ কাটতে না কাটতেই এবার ঘোষণা হয়ে গেলো আইএসএলের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি। এবারের আইএসএলের একমাত্র নবাগত টিম এসসি ইস্টবেঙ্গলের জন্য টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি। রবি ফাউলারের দল এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট সংগ্রহ করে লীগ টেবিলে দশম স্থানে রয়েছে। প্রথম দফায় এসসি ইস্টবেঙ্গলের খেলা বাকি ওড়িশা এফসি (৩রা জানুয়ারী), এফসি গোয়া (৬ই জানুয়ারী) এবং বেঙ্গালুরু এফসি (৯ই জানুয়ারী)
দ্বিতীয় দফায় এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করছে ১৫ই জানুয়ারী, লীগ টেবিলের নিচের দিকের টিম কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। ১৯শে ফেব্রুয়ারী দ্বিতীয় দফার নিজেদের আট নম্বর এবং টুর্নামেন্টের ৯৯-তম ম্যাচে কলকাতারই আরেক দল এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল।
আসুন একনজরে দেখে নেওয়া যাক আইএসএল ২০২০-২১ এর আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের সূচি:
শুক্রবার, ১৫ই জানুয়ারী, ২০২১ – এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি
সোমবার, ১৮ই জানুয়ারী, ২০২১ – চেন্নাইয়ান এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
শুক্রবার, ২২শে জানুয়ারী, ২০২১ – এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি
শুক্রবার, ২৯শে জানুয়ারী, ২০২১ – এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল
মঙ্গলবার, ২রা ফেব্রুয়ারী, ২০২১ – এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি
রবিবার, ৭ই ফেব্রুয়ারী, ২০২১ – জামশেদপুর এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল
শুক্রবার, ১২ই ফেব্রুয়ারী, ২০২১ – এসসি ইস্টবেঙ্গল বনাম হায়দ্রাবাদ এফসি
শুক্রবার, ১৯শে ফেব্রুয়ারী, ২০২১ – এটিকে মোহনবাগান বনাম এসসি ইস্টবেঙ্গল
মঙ্গলবার, ২৩শে ফেব্রুয়ারী, ২০২১ – এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি
শনিবার, ২৭শে ফেব্রুয়ারী, ২০২১ – ওড়িশা এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল