Contributor: Chinmoy Biswas
এডমুন্ড লালরিন্ডিকা ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিয়েছেন ইন্টার কাশির থেকে আনুমানিক ₹১.৪৫ কোটি ট্রান্সফার ফিতে । তিনি ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন, যার মধ্যে অতিরিক্ত এক বছর বাড়ানোর অপশন রয়েছে ।
এই চুক্তির মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাব কেরালাব্লাস্টার্স ও অন্যান্য আইএসএল ক্লাবগুলিকে পিছনে ফেলে লালরিন্ডিকাকে দলে টেনেছে ।এর আগে ২০২০ সালে এডমুন্ড লালরিন্ডিকা ইস্টবেঙ্গলে লোনে খেলেছিলেন।তাঁর পারফরম্যান্সের পরিসংখ্যান অনুযায়ী, তিনি সেই মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে ২টি ম্যাচ খেলেন। যদিও তিনি গোল করতে পারেননি, তবে তাঁর খেলার মধ্যে প্রতিভার ছাপ ছিল। কলকাতা ডার্বিতে এডমুন্ড একটি চমৎকার ডিফেন্স-স্প্লিটিং পাস দেন, যা থেকে স্প্যানিশ ফরোয়ার্ড মার্কোস গোল করেন,তা যেন পুরো যুবভারতীকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই ম্যাচেই তার চোট পাওয়া, আর পরে দীর্ঘ অনুপস্থিতি—সমর্থকদের জন্য এক অপ্রাপ্তির গল্প হয়ে ছিল।লালরিন্ডিকার আগমন ইস্টবেঙ্গলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে।
তবে এখন সেই অধ্যায় আবার শুরু হচ্ছে। হয়তো এবার আরও বড় কিছু অপেক্ষা করছে—এই ডার্বি হিরো আবারো লাল-হলুদে ইতিহাস গড়তে আসছে!
“সেই পাস যেমন ভোলা যায় না, তেমনি সেই খেলোয়াড়ও নয়।”
জয় ইস্টবেঙ্গল! ❤️💛