আবার একটা কলকাতা ডার্বি। কলকাতা দুভাগ হয়ে যাবে, সেই সত্তরের দশক থেকে বাঙাল-ঘটি দুই অভিন্নহৃদয় বন্ধু বার্ধক্যে পৌঁছেও গত চল্লিশ-পঞ্চাশ বছরের মতো আজকেও পাড়ার চায়ের দোকানটায় বসে মজিদ সেরা না ব্যারেটো, সেই নিয়ে এই বয়সেও উত্তেজিত তর্ক করবেন, পাশ থেকে দুই ফচকে ছোঁড়া বলে উঠবে নতুন আসা রয় কৃষ্ণা বা...