আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব (2022 FIFA World Cup qualification – AFC) এবং ২০২৩-এর এশিয়ান কাপ কোয়ালিফায়ারে (2023 AFC Asian Cup qualification) জন্য ২৮ জনের ভারতীয় স্কোয়াড ঘোষণা করলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ।
ভারতীয দলের জন্য স্বস্তির খবর, করোনার ধাক্কা কাটিয়ে উঠে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) ফিরেছেন স্কোয়াডে। প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেলেন এফসি গোয়ার (FC Goa) মিডফিল্ডার গ্লেন মার্টিন্সও (Glan Martins)।
আজ সন্ধ্যেবেলাতেই দোহার (Doha) উদ্দেশ্যে উড়ে যাচ্ছে ভারতীয় দল, যেখানে কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে নিজেদের প্রস্তুতি সারবে স্টিমাচ বাহিনী। দোহায় আয়োজক দেশ কাতারের (Qatar national football team) বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ৩রা জুন।
ভারতীয় দলের ক্রীড়াসূচি:
৩রা জুন – ভারত বনাম কাতার (ভারতীয় সময় রাত ১০:৩০)
৭ই জুন – ভারত বনাম বাংলাদেশ (ভারতীয় সময় সন্ধ্যে ৭:৩০)
১৫ই জুন – ভারত বনাম আফগানিস্তান (ভারতীয় সময় সন্ধ্যে ৭:৩০)
গত ১৫ই মে থেকে রাজধানী দিল্লিতে কোয়ারান্টাইনে ছিলেন ভারতীয় দলের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য। দোহার বিমান ধরার আগে গত ৪৮ ঘন্টায় নিয়ম মেনে দলের প্রতিটি সদস্যের বাধ্যতামূলক করোনা পরীক্ষা (RT-PCR COVID-19 Test) করা হয়েছে, এবং নেগেটিভ রিপোর্ট নিয়েই তাঁরা দোহাগামী বিমানে উঠবেন।
ভারতীয় স্কোয়াড:
গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরজিৎ সিং, ধীরাজ সিং
ডিফেন্ডার – প্রীতম কোটাল, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট, চিঙ্গেলসানা সিং, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, আকাশ মিশ্র, শুভাশিস বোস
মিডফিল্ডার – উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, রাউলিন বর্জেস, গ্ল্যান মার্টিন্স, অনিরুধ থাপা, প্রণয় হালদার, সুরেশ সিং, লালেংমাউইয়া রালতে, আব্দুল সাহাল, ইয়াসির মহম্মদ, লাললিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, আশিক কুরুনিয়ান
ফরওয়ার্ড – ঈশান পান্ডিতা, সুনীল ছেত্রী, মনবীর সিং