আপনারা সকলেই জানেন গত ২৯শে অক্টোবর, ২০২২ তারিখে এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচের দিন অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে ম্যাচ চলাকালীন গ্যালারির মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে মাত্র ৩৮ বছর বয়সে অকালে চলে যান, আমাদের সকলের সহ সমর্থক বাগুইহাটি নিবাসী জয় শঙ্কর সাহা। তিনি রেখে গেছেন, ৬ বছর বয়সী প্রথম শ্রেণীতে পাঠরতা এক ছোট্ট শিশু কন্যা সহ গোটা পরিবারকে।
এমতাবস্থায়, সমগ্র ইস্টবেঙ্গল সমর্থক পরিবারে পক্ষ থেকে এই কঠিন সময়ে জয়শঙ্কর বাবুর পরিবারের পাশে দাঁড়ানোর আমাদের সকলের অবশ্য কর্তব্য।
এর আগেও যেমন EBRP পরিবারের পক্ষ থেকে প্রয়াত অলীপ চক্রবর্তীর পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে দুর্ঘটনার আহত ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ রনি, অথবা একদল উগ্র, দায়িত্বজ্ঞানহীন মোহনবাগানীদের হাতে আক্রান্ত হওয়া ইস্টবেঙ্গল সমর্থক অনির্বাণ কংসবণিকের চিকিৎসা পরবর্তী বিপুল খরচের নূন্যতম দায়ভার বহনের যে ক্ষুদ্র প্রচেষ্টা EBRP পরিবারের পক্ষ থেকে আমরা করেছিলাম, সেইভাবেই, এবারও আমরা চেষ্টা করছি একই ভাবে এই কঠিন সময়ে জয়শঙ্কর বাবুর পরিবারের পাশে দাঁড়ানোর।
এটা আমাদের EBRP পরিবারের সৌভাগ্য যে আগেরবারের মতন এবারেও সমগ্র ইস্টবেঙ্গল সমর্থকরা আমাদের পাশে থেকে জয়শঙ্কর বাবু এবং ওনার পরিবারের জন্য যথাসম্ভব অর্থ তুলে দিয়েছেন। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৩,২৫,০০০ টাকা আমরা মাত্র ১২০ ঘন্টার মধ্যেই তুলতে সক্ষম হই এবং এটার জন্য আপনাদের কে ধন্যবাদ জানিয়ে ছোট করার কোন অভিপ্রায় আমাদের নেই। EBRP ভাগ্যবান যে এই মহৎ কাজে আমাদের সংগঠন থাকতে পেরেছে।
পরের পদক্ষেপে আমরা এই টাকা একটি জীবনবীমার মাধ্যমে জয়শঙ্কর বাবুর স্ত্রী এবং কন্যাকে দিতে চাই এবং আজ সেই জীবনবীমার কাগজ আমাদের হাতে এসেছে।
এই বিষয়ে আরও জানিয়ে রাখি যে এই জীবনবীমার মাধ্যমে জয়শঙ্কর বাবুর স্ত্রী, শ্রীমতী তপতী সাহা, বছরে ২১,০০০ টাকা করে পাবেন এবং তপতীদির অবর্তমানে ওনাদের কন্যা এককালীন ৩,২৫,০০০ টাকা এবং বোনাস পাবেন।
জয়শঙ্কর বাবুর জীবনের সামনে এটা খুবই ছোট কিন্তু আপনাদের আশীর্বাদে এবং ডোনেশনের মাধ্যমে EBRP থেকে আমরা চেষ্টা করলাম যাতে করে আগামীদিনে ওনাদের পথ চলাটা একটু হলেও সুগম হয়। ভবিষ্যতে EBRP থেকে আমরা জয়শঙ্কর বাবুর পরিবারকে সর্বান্তকরণে সমর্থন করতে প্রস্তুত। এই ডোনেশন এবং জীবনবীমা নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বাক্সে অথবা Email :: info@ebrp.in করে জানতে পারেন, আমরা নিশ্চই আপনাদের উত্তর দেব।
ধন্যবাদ এবং এভাবেই ইস্টবেঙ্গল পরিবারের পাশে থাকার অঙ্গিকার নিয়ে আজ এখানেই শেষ করলাম।
EAST BENGAL the REAL POWER
জয় ইস্টবেঙ্গল
#EBRP has handed over a LIC policy of Rs. 3,25,000 to Joy Shankar Saha's family.
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) February 22, 2023
We are grateful to everyone for coming forward in support of the bereaved family.
Heartfelt thanks to #BFC for amplifying the campaign via #Blueprint and Mr. Ranjit Bajaj for donating of Rs. 20,000. pic.twitter.com/7A422DJaxA