আবারও ইস্টবেঙ্গলের উপর ট্রান্সফার ব্যান আরোপ করলো এআইএফএফ

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

একের পর এক ট্রানফার ব্যান এসেই চলেছে ইস্টবেঙ্গলের উপর।

সাবেক কর্তাদের গড়িমসিতে জনি একোস্টার (Jhonny Acosta) বকেয়া বেতন না মেটানোয় আগেও একবার ট্রান্সফার ব্যানের মুখে পড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত কর্তারা একোস্টার বকেয়া মিটিয়ে দেওয়ায় ফিফা থেকে সেই ব্যান তুলে নেওয়া হয়।

গত ৪ঠা জুলাই EBRP টুইটার থেকে বলা হয়েছিল, দ্রুত কিছু ভারতীয় ফুটবলারদের বকেয়া বেতন না মেটালে আবারও ট্রান্সফার ব্যানের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল। সেই আশংকা সত্যি করেই আবারও ট্রান্সফার ব্যান করলো এআইএফএফ।

পিন্টু মাহাতো (Pintu Mahato), রক্ষিত ডাগার (Rakshit Dagar) এবং আভাস থাপার (Abhash Thapa) বকেয়া বেতন না মেটানোয় ট্রান্সফার ব্যানের কবলে পড়তে হলো ইস্টবেঙ্গলকে। মোট বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৮ লক্ষ ৬৬ হাজার টাকা।

তবে, বকেয়া বেতন মেটালেই উঠে যাবে ট্রান্সফার ব্যান। কিন্তু একথা বলাই বাহুল্য, চুক্তি সই না হলে শ্রী সিমেন্টের পক্ষ থেকে আর একটা টাকাও খরচ করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত কর্মকর্তাদের ঘাড়েই ঝুলে রইলো এই সমস্যা।

League Table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.