ফুটবল খেলাটা যে সমর্থকদের ছাড়া চূড়ান্ত অসম্পূর্ণ, সেটা প্রমান করলো নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন ক্লাব আয়াক্স আমস্টারডাম (Ajax Amsterdam)। ২০১৯ চ্যাম্পিয়ন্স লীগের (UEFA Champions League) সেমি ফাইনালে রূপকথা সৃষ্টি করার পর আবারও বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থকের হৃদয় জয় করে নিলো তারা, সৌজন্যে তাদের এক অভিনব পদক্ষেপ। গত বছর এরিডিভিসি (Eredivisie) চ্যাম্পিয়ন হওয়ার পর যে ট্রফিটা পেয়েছিলো তারা, এবার সেটাকে গলিয়ে ৪২,০০০ “সিজন টিকিট হোল্ডারদের” মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আয়াক্সের (AFC Ajax) অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে খবর, চ্যাম্পিয়ন ট্রফি গলিয়ে ৪২,০০০ ছোটো “স্টার” তৈরি করা হবে যার প্রতিটির ওজন হবে কমবেশি ৩.৪৫ গ্রাম। তবে স্টার গুলো আগা-গোড়া ট্রফিটি দিয়ে বানানো হবেনা, প্রতিটি স্টারের ০.০৬ গ্রাম অংশ তৈরি করা হবে ট্রফিটি দিয়ে। আয়াক্সের জেনারেল ডিরেক্টর এডউইন ভান ডের সার (Edwin van der Sar) বলছেন, “এ বছর আমরা সবাই সমর্থকহীন স্টেডিয়ামে খেলেছি, তা সত্ত্বেও তাদের নিঃস্বার্থ সমর্থন এবং আবেগের জন্যেই চাম্পিয়ন হতে পেরেছি। তাই তাদের জন্যে ক্লাব এটুকু করতে চায়।” ক্যাপ্টেন দুসান ট্যাডিচ-ও (Dušan Tadić) একই কথা বলেছেন, যে “খালি জোহান ক্রুইফ আরেনা”-তে (Johan Cruijff ArenA) খেললেও সমর্থকদের সমর্থন প্রতিটা মুহূর্তে টের পেয়েছেন তারা।
এ বছর আমরা সবাই সমর্থকহীন স্টেডিয়ামে খেলেছি, তা সত্ত্বেও তাদের নিঃস্বার্থ সমর্থন এবং আবেগের জন্যেই চ্যাম্পিয়ন হতে পেরেছি। তাই তাদের জন্যে ক্লাব এটুকু করতে চায়।
এই বছর ৩৪ টির মধ্যে ৩০ টি ম্যাচ দর্শক-শুন্য স্টেডিয়ামে খেলেছে আয়াক্স। এরিডিভিসি (Eredivisie) এবং ডাচ কাপ (KNVB Cup / Dutch Cup), দুটোই একই সাথে জয় করেছে তারা। তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে “রয়্যাল ডাচ ফুটবল এসোসিয়েশন” (Royal Dutch Football Association) তাদের আরেকটি ট্রফি দেওয়ার বন্দোবস্ত করছে, কারণ জেতা ট্রফিটি সমর্থকদের মধ্যে বিতরণ করে দিলে ক্লাব মিউজিয়ামে কি রাখা হবে তাহলে?
কলকাতা ময়দানের কর্তাব্যক্তিরা কি খোঁজখবর রাখছেন?