প্রেক্ষাপট: 'ein kampf zwischen brüdern' - বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ভাইদের মধ্যে যুদ্ধ৷ এভাবেই বর্ণিত হয় বিশ্বকাপ ১৯৭৪ এর গ্রুপ লিগের পশ্চিম বনাম পূর্ব জার্মানির ম্যাচটি, যা বিভক্ত জার্মানির ইতিহাসে দুদেশের মধ্যে অনুষ্ঠিত একমাত্র ফুটবল ম্যাচ৷এর আগে, ১৯৪৯ সালে পূর্ব জার্মানির প্রতিষ্ঠার পরবর্তী এক দশক, দুদেশের ক্লাব দলগুলি বিভিন্ন সময়ে...
রবার্ট বার্নার্ড ফাউলার : ‘ঈশ্বর’ যখন লাল হলুদ
'দ্য টক্সটেথ টেরর' ! ১৯৯৪ এর অগস্টের শেষাশেষি এক মনোরম বিকেল৷ বিশ্ববিখ্যাত অ্যানফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি ইংলিশ ফুটবলের দুই ট্র্যাডিশনাল জায়েন্ট লিভারপুল ও আর্সেনাল ৷ লি ডিক্সন, মার্টিন কিওন, টনি অ্যাডামস্, নাইজেল উইন্টারবার্ন ও ডেভিড সিম্যান সমৃদ্ধ আর্সেনাল রক্ষণের বিপক্ষে লিভারপুল কিংবদন্তি ইয়ান রাশ, সাথে শহরেরই টক্সটেথ এলাকায় জন্মানো, ক্লাবের যুব...