এআইএফএফ-এর বিশেষ প্যানেলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গত এফসি গোয়া ম্যাচে ড্যানি ফক্সকে দেখানো লাল কার্ডটি অবৈধ। তাই লালকার্ডজনিত সাসপেনশন তুলে নেওয়া হয়েছে।
অতএব আজ বেঙ্গালুরু ম্যাচ খেলতে আর কোনো বাধা রইলো না এই ডিফেন্ডারের।
বিস্তারিত খবর শীঘ্রই।
Post Views: 2,830