“আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবো” – হুঙ্কার ব্রাজিল প্রেসিডেন্টের

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

ঝাঁ চকচকে ইউরোর (UEFA EURO 2020) পাশে প্রায় পুরোটা সময় নিষ্প্রভ থাকার পর হঠাৎই শেষবেলায় উত্তেজনার পারদ চড়ছে কোপা আমেরিকাতে (2021 Copa América)। সৌজন্যে ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই হেভিওয়েট দেশ যদি প্রীতি ম্যাচেও একে অপরের মুখোমুখি হয়, তাহলেও উত্তপ্ত হয় পরিবেশ। এবার সেই আগুনেই ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো (Jair Bolsonaro)।

ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো আত্মবিশ্বাসী যে রবিবার কোপা আমেরিকা ফাইনালে প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে (Argentina national football team) ৫-০ ব্যবধানে উড়িয়ে দেবে সেলেকাও-রা (Seleção)।

২০১৯-এ পেরুকে হারিয়ে কোপা জেতার পর ব্রাজিলীয় ফুটবলারদের সঙ্গে প্রেসিডেন্ট বলসোনারো

দক্ষিণ আমেরিকার বেশ কয়েকজন নেতার সাথে বৈঠকের সময়ই বলসোনারো হালকা চালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে (Alberto Fernández) খোঁচা মারেন। সংবাদমাধ্যমের সামনে হাতের পাঁচ আঙ্গুল দেখিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন – “(এই দুই দেশের) একমাত্র লড়াই শনিবার মারাকানাতে”।

ব্রাজিল ৫-০ গোলে জিতবে” – যোগ করেন তিনি।

রবিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় রিও ডি জেনেইরোর (Rio de Janeiro) মারাকানা স্টেডিয়ামে (Maracanã Stadium) আর্জেন্টিনাকে হারিয়ে পরপর তিনবার কোপা জেতার লক্ষ্যে নামতে চলেছে তিতের (Tite) প্রশিক্ষণাধীন ব্রাজিল (Brazil national football team)। উল্টোদিকে, ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে বর্ণময় কেরিয়ার থাকলেও লা আলবিসেলেস্তে-দের (La Albiceleste) হয়ে এখনও কোনও মেজর ট্রফি জিততে পারেননি লিওনেল মেসি (Lionel Messi)। ফলে সর্বশক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়বে নীল-সাদা জার্সিধারীরা।

ফলে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ম্যাচের ফলাফল নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী হলেও বাস্তবে তা ঘটা যে বড়ই কঠিন, সেটা সবারই জানা।

League Table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.