অবশেষে জল্পনাই সত্যি হল। অপেক্ষা করেছিলেন অনেকদিন। শেষপর্যন্ত ধৈর্য্যের বাঁধ ভাঙলো ব্রাইট এনোবাখারের। দু মরসুমের জন্য ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিসনের ক্লাব কোভেন্ট্রি সিটি এফসি-তে চুক্তিবদ্ধ হলেন তিনি।
গত মরসুমে আইএসএলে প্রথমবারের জন্য যুক্ত হয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে নাইজেরীয় এই স্ট্রাইকার ইস্টবেঙ্গলে সই করেন। তর্কাতীতভাবে গত মরসুমে লাল-হলুদ জার্সিতে সেরা খেলোয়াড় ছিলেন তিনিই।
ইস্টবেঙ্গলের সাবেক কর্তা এবং ইনভেস্টর শ্রীসিমেন্টের মধ্যে এখনও চূড়ান্ত চুক্তি না হওয়ায় বাধ্য হয়েই দল ছাড়ছেন অনেক ফুটবলারই। সেই তালিকায় এবার নবতম সংযোজন ব্রাইট।
Post Views: 1,794