দীর্ঘ এক বছর চার মাস পর জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। স্বাভাবিকভাবে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ওমান (Oman) এবং সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) বিরুদ্ধে দুবাইতে আয়োজিত হতে চলা প্রদর্শনী ম্যাচ দুটি টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন সকলেই।
তবে কয়েকদিন আগে অবদিও জাতীয় দলের (India National Football Team) ম্যাচ দেখতে পাওয়া যাবে কিনা, সেই নিয়েই ছিল আশংকার দোলাচল। খেলা দেখানোর দাবীতে ট্যুইটারে সরব হন ফুটবল ফ্যানেরা। একেবারে শেষ মুহূর্তে সম্প্রচার নিয়ে সমাধানসূত্র বের হয়।
ওমান (Oman) এবং সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) বিরুদ্ধে হতে চলা দুটি ম্যাচই সম্প্রচার করতে চলেছে ইউরোস্পোর্ট (Eurosport), যেটি আগে ডি-স্পোর্ট (DSport) নামে পরিচিত ছিল। তবে ইউরোস্পোর্ট (Eurosport)-এর কেবলমাত্র HD চ্যানেলেই ওমান ম্যাচটি দেখা যাবে, কারণ SD চ্যানেলে বিহার ক্রিকেট লীগ (Bihar Cricket League) সম্প্রচারের চুক্তি আগে থেকেই রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কি ভাবে ভারতীয় দলের আগামী দুটি ম্যাচ দেখা যাবে।
Service Provider | Channel |
Dish TV | Channel 630 |
Tata Sky | Channel 4962 |
Airtel Digital TV | Channel 304 |
d2h | Channel 410 |
Sun Direct DTH | Channel 517 |
Siti Cable | Channel 483 |
DEN | Channel 412 |
Fastway | Channel 305 |
GTPL | Channel 312 |
Hathway Mumbai | Channel 183 |
এছাড়াও কোনও কারণে টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হলেও দর্শকদের কাছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে খেলা দেখার বন্দোবস্ত থাকছে। জিও ব্যবহারকারীরা জিও টিভিতে (Jio TV) ইউরোস্পোর্ট পাবেন। একইভাবে এয়ারটেল সাবস্ক্রাইবাররা এয়ারটেল এক্সট্রিম (Airtel Xstream) এবং ভোডাফোন ব্যবহারকারীরা ভিআই মুভিজ অ্যান্ড টিভি (Vi Movies and TV) অ্যাপ এবং ওয়েবসাইট থেকে Eurosport HD খুঁজে পেয়ে যাবেন।
তবে এখানেই শেষ নয়, এইসব কোনও কিছুই না থাকলেও শুধুমাত্র ইউটিউবেও খেলা দেখা যাবে। ওমান স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও (OmanSportsTV) আরবি ধারাভাষ্যে সম্পূর্ণ বিনামূল্যে দর্শকরা ওমানের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখতে পাবেন।