খাদের কিনারায় দাঁড়িয়ে পাল্টা লড়াইয়ের শপথ ইস্টবেঙ্গলের

“গোল করতে পারো, গোল খাওয়া রুখবে কিভাবে?” কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে মতি নন্দীর স্ট্রাইকার উপন্যাসের এই প্রশ্নটাই বোধহয় ঘুরে বেড়াচ্ছে ইস্টবেঙ্গল শিবিরে। লীগ টেবিলের শেষ স্থানে রয়েছে দল। গত ম্যাচে এগিয়ে গিয়েও পর্যুদস্ত হতে হয়েছে হায়দ্রাবাদ এফসির কাছে। এমন একটা অবস্থায় কোন জাদুমন্ত্রে ফাওলার দলকে জাগিয়ে তুলবেন, সেটাই দেখার।...