শেষ পর্যন্ত গত তিন ম্যাচের পয়েন্ট নষ্টের গেরো কাটিয়ে জয়ের সরণীতে ফিরলো আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটে গুইডো রদ্রিগেজের করা একমাত্র গোলে উরুগুয়েকে হারালো লিওনেল স্কালোনি-র (Lionel Scaloni) ছেলেরা।
বেশ কিছুদিন বিশ্রাম পাওয়ার পর, এই বছরের কোপা আমেরিকাতে (2021 Copa América) প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সুয়ারেজ, কাভানিরা। খালি হাতেই ফিরতে হলো তাঁদের। অপরদিকে মঙ্গলবারের পর এটি ছিল প্রতিযোগিতায় আর্জেন্তিনার দ্বিতীয় ম্যাচ।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন গুইডো রদ্রিগেজ (Guido Rodriguez)। রডরিগো ডে পল’ (Rodrigo De Paul)-এর শর্ট কর্নার থেকে লিওনেল মেসির বাঁপায়ের ঠিকানা লেখা ক্রস এসে পড়ে রদ্রিগেজের মাথায়। উরুগুয়ের ডিফেন্ডারকে টপকে রদ্রিগেজের হেড পোস্টে লেগে ঢুকে যায় উরুগুয়ের গোলে (১-০)। ২০১৯ সালের জুন মাসের পর প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। কোচের আস্থার প্রতি সুবিচার করলেন রিয়েল বেটিসের (Real Betis Balompié) এই মিডফিল্ডার।
তবে রদ্রিগেজের গোলের আগেও গোলের খাতা খোলার একটি ভালো সুযোগ এসেছিলো আর্জেন্তিনার সামনে। ম্যাচের ৭ মিনিটের মাথায় ডানপ্রান্তের উইং থেকে কাট করে ভিতরে ঢুকে এসে বক্সের ঠিক মাথা থেকে একটি শট নেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসির শট উরুগুয়ের গোলকিপার ফার্নান্দো মুসলেরা (Fernando Muslera) রুখে দিলে অফ দ্য বল দৌড়ে আসা লাউতারো মার্টিনেজ (Lautaro Martínez) ছিটকে আসা ফিরতি বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন। গত কয়েকটা ম্যাচে মার্টিনেজের অফফর্ম বেশ ভোগাচ্ছে আর্জেন্তিনাকে।
সাসপেনশন কাটিয়ে দুই ম্যাচ পরে এডিনসন কাভানি (Edinson Cavani) দলে ফিরলেও সেরকম ঝাঁঝ দেখা গেল না উরুগুয়ের আক্রমণে। ম্যাচের ২৬ মিনিটে আর্জেন্টিনার বক্সে কাভানির একটি জোরালো পেনাল্টির দাবি নাকচ হয়। ৬৯ মিনিটে একটি সহজ সুযোগ পান লুই সুয়ারেজ (Luis Suárez)। ভিনা-র (Matías Viña) ক্রস থেকে কাভানি বলে মাথা ছোঁয়াতে না পারলেও বল আসে সুয়ারেজের কাছে। কিন্তু ঠিক ভাবে বলের ফ্লাইট বুঝতে না পারায় বলের আগে চলে যান বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ, আতলেতিকো মাদ্রিদের (Atlético Madrid) হয়ে এ মরশুমে লা লিগা (LaLiga) জেতা সুয়ারেজ। পুরো ম্যাচেই সেই অর্থে আর্জেন্তিনার ডিফেন্সে দাঁত ফোটাতে পারলেন না কাভানি-সুয়ারেজরা। ফলস্বরূপ, গোটা ম্যাচে আর্জেন্টিনার তিনকাঠিতে একটি শটও রাখতে পারেননি তাঁরা।
অপরদিকে বেশ সপ্রতিভ থাকলেও বারবার উরুগুয়ে ডিফেন্ডারদের বুটের জঙ্গলের মাঝে পড়ে খেই হারিয়ে ফেললেন মেসি। তারমধ্যেও কিছু কিছু দারুণ সুযোগ তৈরী করেছিলেন, যা নিঃসন্দেহে খুশিই করবে অগণিত মেসি ভক্তদের। তবে দুই দলেরই আক্রমণের ভেদশক্তির অভাবে ম্যাচটি কখনোই উচ্চমার্গে পৌঁছালো না।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্ৰুপ শীর্ষে উঠে এল আর্জেন্তিনা। ২০১৯-এ কোপায় ব্রাজিলের কাছে হারার পর থেকে গত ১৫ ম্যাচে অপরাজিত তাঁরা। আর্জেন্তিনার পরের খেলা ভারতীয় সময় মঙ্গলবার ভোর ৫:৩০-এ প্যারাগুয়ের বিরুদ্ধে। একইদিনে উরুগুয়ে নামছে চিলির বিরুদ্ধে।