Contributed by: Chinmoy Biswas
AIFF জুনিয়র লিগ ২০২৪-২৫ (অনূর্ধ্ব ১৫)–এর ফাইনাল রাউন্ডের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গল এফসি টাইব্রেকারে মুম্বই সিটি এফসি-কে ৫-৪ গোলে পরাজিত করে পৌঁছে গেল সেমিফাইনালে।
নির্ধারিত সময়ের ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলায় প্রাণ এনে দেয়।
ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন অভ্র দে ও শিশির সরকার।
মুম্বইয়ের হয়ে জবাব দেন ভিরাজ অরোরা এবং ভিড় চোথানি।
নির্ধারিত সময় শেষে ম্যাচ ২-২ গোলে সমতায় থাকায় সিদ্ধান্ত গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদের যুবরা।
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল পৌঁছে গেল প্রতিযোগিতার সেমিফাইনালে, যেখানে তারা শিরোপার জন্য আরও একধাপ এগিয়ে গেল।
Picture Courtesy: East Bengal Media
Post Views: 1