Contributed by – Chinmoy Biswas
AIFF জুনিয়র লিগ ২০২৪-২৫ (অনুর্ধ্ব-১৫) ফাইনাল রাউন্ডের গ্রুপ ‘এ’র দ্বিতীয় খেলায় একতরফা ম্যাচে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রতিপক্ষ আর.কে.এম. ফুটবল অ্যাকাডেমিকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করল। এই জয়ে গ্রুপে আত্মবিশ্বাসী শুরু করল লাল-হলুদ তরুণরা।
ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন শিশির সরকার, যিনি একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার দুরন্ত ড্রিবল ও নিখুঁত ফিনিশিং বারবার বিপদে ফেলেছে আর.কে.এম. এফএ-র রক্ষণভাগকে।
তাঁর পাশাপাশি দুইটি গোল করেন শেখ ইমরান আলী, আর একটি করে গোল করেন অভ্র দে, রমিত দাস ও রিমো সাহা। ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মধ্যকার বোঝাপড়া ও পাসিং ফুটবল ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, আর.কে.এম. এফএ কিছুটা চাপের মধ্যেও লড়াইয়ের চেষ্টা করেছিল, এবং একমাত্র সান্ত্বনার গোলটি আসে রাজু রাম-এর পা থেকে। তবে তাদের রক্ষণভাগ ইস্টবেঙ্গলের ধারাবাহিক আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়।
ম্যাচের ফলাফল:
ইস্টবেঙ্গল এফসি – ৮
(অভ্র দে, শিশির সরকার-৩, রমিত দাস, রিমো সাহা, শেখ ইমরান আলী-২)
আর.কে.এম. এফএ – ১
(রাজু রাম)