Contributed by: Chinmoy Biswas
কন্যাশ্রী কাপ ২০২৪-২৫ এ এক দৃষ্টিনন্দন সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এফসি তাদের আধিপত্য প্রমাণ করে ২-০ ব্যবধানে হারালো সার্দান সমিতিকে। এই জয়ের মাধ্যমে তারা প্রবেশ করলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী শুরু করে লাল-হলুদের মেয়েরা। তাদের সুচিন্তিত পাসিং, গতি এবং বলের উপর নিয়ন্ত্রণ চোখে পড়ার মতো ছিল। ম্যাচের ২৩ মিনিটে সুলঞ্জনা রাউলের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে। ম্যাচের ৫৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সন্ধ্যা মাইতি, যার ফলে দল আরও স্বস্তি পায় এবং ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলে।
সার্দান সমিতি যদিও কয়েকবার পাল্টা আক্রমণের চেষ্টা করে, তবে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ও গোলকিপার ছিলেন পুরোপুরি সতর্ক এবং সংগঠিত। পুরো ম্যাচজুড়েই ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের মধ্যে দারুণ বোঝাপড়া এবং দলগত সংহতি লক্ষ্য করা গেছে।
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল পৌঁছে গেল কন্যাশ্রী কাপের ফাইনালে, যেখানে তারা এবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
Picture Courtesy: East Bengal Media