কন্যাশ্রী কাপ ২০২৪-২৫: মহারণে ইস্টবেঙ্গল ও শ্রীভূমি

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

Contributed by: Chinmoy Biswas

কন্যাশ্রী কাপ ২০২৪-২৫-এর পর্দা নামছে এক চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মাধ্যমে, যেখানে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি—ইস্টবেঙ্গল এফসি ও শ্রীভূমি এফসি। ২৭ মে ২০২৫, মঙ্গলবার, দুপুর ৩:১৫টায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই বহু প্রতীক্ষিত লড়াই।

সমগ্র টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই দুই দল। ইস্টবেঙ্গলের সুসংগঠিত রক্ষণ এবং আক্রমণভাগের ধারালো ছন্দ যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই শ্রীভূমির দলগত সংহতি ও হার না মানা মনোভাব এনে দিয়েছে তাদের বিশেষ জায়গা।

এই ফাইনাল শুধু একটি শিরোপা জয়ের লড়াই নয়—এটি রাজ্যের মেয়েদের ফুটবলের অগ্রগতির এক অনন্য উদাহরণ। মাঠে নামবে স্বপ্ন, আত্মবিশ্বাস আর লড়াইয়ের অদম্য জেদ। কে জিতবে কন্যাশ্রী কাপ ২০২৪-২৫? উত্তরের জন্য ফুটবলপ্রেমীদের চোখ থাকবে কিশোর ভারতীর সবুজ গালিচায়।

একটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে তৈরি হোন!

Picture Courtesy: East Bengal Media

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.