বেশ কিছুদিন একেবারে অন্তরালে থাকার পর আবার ফুটবলে ফিরলেন সঞ্জিত সেন। দূর্বার স্পোর্টস একাডেমিতে সচিব হয়ে আসলেন অতীতের কোয়েস ইস্টবেঙ্গল ক্লাবের সিইও সঞ্জিত সেন।
এদিন কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট করে একাডেমির নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হল। দূর্বার স্পোর্টস একাডেমির আগামী দিনের পরিকল্পনার ব্যাপারে নিজেই জানালেন সঞ্জিত সেন। একদম পেশাদারিত্বের মোড়কে মুড়ে ফেলা হবে এই একাডেমিকে। সারা বিশ্বে যেভাবে বড় বড় ফুটবল একাডেমি গুলিকে পরিচালনা করা হয়, ঠিক সেই ধাঁচেই গড়ে তোলা হবে দূর্বার স্পোর্টস একাডেমিকে।
আমাদের তরফ থেকেও রইল অসংখ্য শুভেচ্ছা। আমরা আশা করবো কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের আগামী দিনের নায়করা এই একাডেমি থেকে উঠে আসবেন।
Post Views: 5,681