জামশেদপুর এফসির তরুণ প্রতিভাবান ফরওয়ার্ড অনিকেত যাদবের (Aniket Jadhav) সাথে কথা শুরু হয়েছে ইস্টবেঙ্গল সহ আরো দুটি ক্লাবের। মূলত আপফ্রন্টে হারমানপ্রিত সিংয়ের সঠিক পরিবর্ত না থাকায় দলে একটা তরুণ দেশীয় ফরওয়ার্ড নিতে মরিয়া ফাউলারের ম্যানেজমেন্ট। ২০১৭ অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপ খেলা অনিকেতকে ছাড়া আপাতত লাল হলুদ কর্তাদের রেডারে আর কেউ নেই বলেই খবর।
ইস্টবেঙ্গল ছাড়াও কেরালা আর ওড়িশা অনিকেতকে দলে যোগ করতে চায়। ২০১২ থেকে পুনের একাডেমিতে প্রশিক্ষিত হয়েছিলেন কোলহাপুরের এই যুবক, আর পরবর্তীকালে ভারতের অনুর্দ্ধ-১৭ দলের হয়ে বিশ্বকাপেও মূল ভূমিকা পালন করেন। ২০১৮ সালে ইন্ডিয়ান আরোজের হয়ে আই লীগ খেলেছিলেন অনিকেত, আর তার ঝুলিতে ২ টো গোলও ছিল। চোখধাঁধানো পারফরম্যান্স দিয়ে পরের বছরই আইএসএল ক্লাব জামশেদপুর এফসিতে খেলার সুযোগ পেয়ে যান তিনি।
তবে উল্লেখ্য, ২০১৯-এ ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ খেলা বিখ্যাত ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স অনিকেত জাদবকে ট্রায়ালের জন্যে ডাকে। সেখানে ব্ল্যাকবার্নের একাডেমিতে ৩ মাস প্রশিক্ষণ পান ভারতের তরুণ ফরওয়ার্ডটি। প্রধানত সেন্টার ফরওয়ার্ড হলেও উইংয়ে খেলার দক্ষতাও রাখেন তিনি। নিজের আইএসএল কেরিয়ারে জামশেদপুরের হয়ে ২ টো গোলও করা হয়ে গেছে অনিকেতের।
ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ অনিকেতকে দলে যোগ করাতে পারলে সবথেকে বেশি উপকৃত হবে ব্রাইট এবং মাঘমা। দুজনেই ক্রিয়েটিভ প্লেমেকার হলেও দলে যোগ্য স্ট্রাইকারের অভাবে ফরওয়ার্ডের ভূমিকা পালন করছেন। আনিকেতের আবির্ভাব হলে দুজনেই আরো ডিপ থেকে অপারেট করতে পারবেন, আর আক্রমণ বিভাগে আরো অপশন বাড়বে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অনিকেত বাকি মরসুম কার জার্সি গায়ে দিয়ে খেলবেন। সব আপডেটে নজর রাখতে EBRP ওয়েবসাইট এবং ফেসবুক পেজে নজর রাখুন। জয় ইস্টবেঙ্গল।