এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। এই বছরের ইউরো কাপ (UEFA EURO 2020) শুরু হয়েছে গত শুক্রবার, ১১ই জুন। আর এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Portugal national football team) মাঠে নামলো তার চারদিন পর, হাঙ্গেরির (Hungary national football team) বিরুদ্ধে। ৮৩ মিনিট অবদি গোলশূন্য থাকা ম্যাচ শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতলো পর্তুগাল। জোড়া গোল করে ম্যাচের নায়ক সেই রোনাল্ডো (Cristiano Ronaldo)।
হাঙ্গেরি ম্যাচের পর একসাথে তিন-তিনটে রেকর্ড গড়লেন রোনাল্ডো:
১. হাঙ্গেরির সাথে ম্যাচ খেলতে নামা রোনাল্ডো ইউরোর ইতিহাসে সর্বপ্রথম ফুটবলার যিনি সর্বাধিক ৫ টি ইউরো কাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন। পর্তুগালের জার্সিতে রোনাল্ডো প্রথম ইউরো খেলেন ২০০৪-এ। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬ এবং ২০২১ – টানা ৫ টি ইউরো কাপ খেলা হয়ে গেলো তাঁর।
২. পেনাল্টি থেকে ২০২০-র ইউরো কাপে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করার সাথে সাথেই ইউরোর ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড নিজের পকেটে পুরলেন রোনাল্ডো। এটি ইউরোতে তাঁর দশম গোল। এর আগে এই রেকর্ড ছিল মিশেল প্লাতিনির (Michel Platini) দখলে। ফ্রান্সের (France national football team) হয়ে শুধুমাত্র ১৯৮৪-র ইউরোতেই ৯ গোল করেছিলেন এই কিংবদন্তী। সেটিই ছিল এখনও অবদি ইউরোতে সর্বাধিক গোলদাতার রেকর্ড। হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে সেই রেকর্ড ভেঙে রোনাল্ডো পৌঁছোলেন ১১ গোলে।
৩. হাঙ্গেরির বিরুদ্ধে প্রথম গোল করার পর আরও এক অনন্য রেকর্ড করলেন রোনাল্ডো। পরপর ৫ টি ইউরোর মূলপর্বে গোল করা হয়ে গেল তাঁর। ২০০৪-এর ১২ই জুন গ্রিসের (Greece national football team) বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল করে পথচলা শুরু। এরপর থেকে পরবর্তী ৪ টে ইউরোর মূলপর্বেই গোল পেলেন তিনি। ৬৩ বছর পুরোনো এই প্রতিযোগিতায় এটাও একটা নতুন রেকর্ড।
জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজ ম্যাচের সেরা নির্বাচিত তো হলেনই, তার সাথে সাথে পর্তুগালের হয়ে ১০৬টি আন্তর্জাতিক গোল হয়ে গেল রোনাল্ডোর। পর্তুগালের ইতিহাসে সর্বাধিক গোলদাতার তালিকায় বহুদিন ধরে এক নম্বরে রয়েছেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে থাকা পাউলেতার (Pauleta) করা ৪৭টি গোলের তুলনায় বহু যোজন এগিয়ে তিনি। এ এমন এক অত্যাশ্চর্য রেকর্ড, ভবিষ্যতে কারোর পক্ষে যা ভাঙা অসম্ভব না হলেও বেশ দুষ্কর।