গ্রুপ অফ ডেথে চমক দিয়ে ফ্রান্সের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে নিলো হাঙ্গেরি। গত ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত পর্তুগালের (Portugal national football team) মতো দলকে শান্ত রাখার পর বোঝা গিয়েছিলো হাঙ্গেরির (Hungary national football team) রক্ষণ ততটা সাধারণ নয় যতটা মনে করা হচ্ছিল, সেটাই আজ মাঠে প্রমান করলো মার্কো রোসির (Marco Rossi) ছেলেরা।
খেলা শুরু হওয়ার পর থেকেই আধিপত্য জমাতে থাকে ফ্রান্স (France national football team)। প্রথম একাদশে লুকাস হার্নান্দেজের (Lucas Hernandez) পরিবর্তে লুকাস ডিগনেকে (Lucas Digne) শুরু করান দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। মাঝমাঠে আবারো সেই এনগোলো কান্তে (N’Golo Kanté) এবং পল পোগবা (Paul Pogba) জুটির সৌজন্যে খেলার দখল নিয়ে নেয় ফ্রান্স, সাথে ফাইনাল থার্ডে কাইলান এমব্যাপে (Kylian Mbappé), করিম বেনজিমা (Karim Benzema) এবং গ্রিজম্যানদের (Antoine Griezmann) নিয়ে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে তারা। প্রথমার্ধে কয়েকটি শিশুসুলভ ভুল না করলে অনেক আগেই লিড নিয়ে নিতে পারতো ফ্রান্স, তবে বেনজিমা গোলকিপারকে একা পেয়েও তিনকাঠির মধ্যে শট রাখতে ব্যর্থ হন।
খেলার ২৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরোতে বাধ্য হন হাঙ্গেরির ক্যাপ্টেন এডাম জালাই (Attila Szalai)। সেই মুহূর্তে হয়তো অধিকাংশ সমর্থকই ভেবে নিয়েছিলেন নিজেদের সেরা খেলোয়াড় ছাড়া আর ম্যাচে সেভাবে ফিরতে পারবেনা হাঙ্গেরি, তবে সমস্ত সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে হাফ টাইম হওয়ার মুহূর্তখানেক আগে খেলার প্রথম গোলটি করে হাঙ্গেরি, সৌজন্যে অতিলা ফিওলা এবং রাফায়েল ভারানের একটি অমার্জনীয় ভুল। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে করা এই গোলের ফলে কাজ আরো মুশকিল হয়ে যায় দেশঁ এবং তার দলের জন্যে (১-০)।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক মেজাজ নিয়ে খেলতে নামে ফ্রান্স। তবে অপর দিকে হাঙ্গেরি এক গোলের ব্যবধান নিয়ে বসে থাকতে রাজি ছিল না, সময় মতো কাউন্টার অ্যাটাকে আরো গোল তুলে নেওয়াই লক্ষ্য ছিল তাদের, আর ঠিক এই স্ট্রাটেজির মাশুল গুনতে হলো তাদের। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট, ততক্ষণে মরিয়া হয়ে রাবিও-কে (Adrien Rabiot) তুলে ডেম্বেলেকে (Ousmane Dembélé) নামিয়ে দিয়েছেন দেশঁ। হাঙ্গেরির একটি আক্রমণের শেষে লোরিস (Hugo Lloris) বলটি ধরে বাড়িয়ে দেন গ্রিজমানকে লক্ষ্য করে, তখন হাঙ্গেরির ডিফেন্সে মাত্র তিন জন। সেই বাড়ানো বল ধরে দৌড় লাগান এম্বাপে, এবং মাইনাস করে দেন বেনজিমাকে লক্ষ্য করে। সেই বল ধরে গোল শোধ করেন বার্সেলোনায় (FC Barcelona) ক্লাব ফুটবল খেলা আঁতোয়া গ্রিজমান (১-১)।
এর পর আরো গোল করে ম্যাচ জেতার জন্যে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স, আর হাঙ্গেরি ততটাই গুটিয়ে যায়, মূলত বিশ্বের সেরা দলের বিরুদ্ধে এবার ড্র করেই সন্তুষ্ট থাকতে চেয়েছিলেন তারা। আক্রমণের ঝাঁঝ বাড়াতে লেমার (Thomas Lemar), জিরু (Olivier Giroud) এবং টলিসোকেও নামান দেশঁ, তবে হাঙ্গেরির মনের জোর এবং হার না মানা মনোভাবের সামনে হার মানে ফ্রান্সের যাবতীয় আক্রমণ। খেলার শেষ সেকেন্ডে আবারো হেডার মিস করেন রাফায়েল ভারানে (Raphaël Varane)।
এই ম্যাচ ড্র হওয়ায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফ্রান্সকে। শেষ ষোলোর টিকিট এখনও নিশ্চিত করতে পারলো না বিশ্বচ্যাম্পিয়নরা। তাকিয়ে থাকতে হবে পর্তুগালের বিরুদ্ধে গ্ৰুপের শেষ ম্যাচের দিকে।