ইউরো ২০২০-তে করোনার থাবা; প্রতিযোগিতার ভবিষ্যৎ ঘিরে আশঙ্কার কালো মেঘ

Share

Facebook
Twitter
WhatsApp

[fblike]

করোনার হানা এবার ইউরোতেও। এখনও এক সপ্তাহ হয়নি এই টুর্নামেন্ট শুরু হয়েছে, সবেমাত্র হয়েছে ১৫টি ম্যাচ, কিন্তু এরমধ্যেই করোনাকে ডজ করতে পারলেন না ইউরোর (UEFA EURO 2020) আয়োজকরা। করোনার কবলে পড়লো স্লোভাকিয়া শিবির (Slovakia national football team)।

বৃহস্পতিবার স্লোভাকিয়ার কোচ স্টেফান তারকোভিচ (Štefan Tarkovič) নিজেই সাংবাদিক সম্মেলনে জানালেন যে, স্লোভাক ডিফেন্ডার ডেনিস ভাভরোর (Denis Vavro) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পাশাপাশি স্লোভাকিয়া টিমের বাসচালকও করোনা আক্রান্ত, এমনই জানালেন তারকোভিচ।

প্রসঙ্গত, গত সোমবার, ১৪ই জুন পোল্যান্ডের (Poland national football team) বিরুদ্ধে টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলে স্লোভাকিয়া। সেই ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে এই মুহূর্তে গ্ৰুপ ই-র শীর্ষে স্লোভাকরা। তবে ওই ম্যাচে মাঠে নামেননি ভাভরো। সাংবাদিকদের তারকোভিচ জানান, বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে (Saint Petersburg) ডেনিস ভাভরো-র রুটিন করোনা পরীক্ষা হয়, যদিও কোভিডের কোনওরকম লক্ষণ তাঁর মধ্যে ছিল না। কোনও রকম শারীরিক অসুস্থতাও ছিল না।

এই মুহূর্তে ভাভরো এবং স্টাফ মেম্বার – দুজনকেই সেলফ-আইসোলেশানে (Self-isolation) রাখা হয়েছে, এবং খুব সম্ভবত তাঁদের স্লোভাকিয়া শিবিরের বাইরে নিয়ে যাওয়া হবে।

স্লোভাক ডিফেন্ডার ডেনিস ভাভরোর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ

আগামীকাল, অর্থাৎ ১৮ই জুন শুক্রবার তাদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের (Sweden national football team) মুখোমুখি হতে চলেছে স্লোভাকিয়া। তার আগে এই খবর ফুটবলারদের মধ্যে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

উয়েফা (UEFA) এখনও অবদি সরকারীভাবে কোনো বিবৃতি না দিলেও টুর্নামেন্টের ভবিষ্যতের উপর প্রশ্নচিহ্ন উঠতে বাধ্য, বিশেষত যেখানে সাধারণ দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। আশা করা যায়, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে উয়েফা দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেবে এবং নির্বিঘ্নেই বাকি টুর্নামেন্ট সম্পন্ন করা যাবে।

League Table

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.