ইউরোতে প্রথম জয় পেলো স্পেন, এবং এই জয়ের ফলেই নকআউটের দরজা খুলে গেলো তাদের জন্য। প্রথম দুই ম্যাচে ভুরিভুরি সুযোগ নষ্ট করার খেসারত দেওয়ার পর অবশেষে সমস্ত সমালোচনার জবাব দিলো লুইস এনরিকের (Luis Enrique) বাহিনী। ম্যাচের সেরা হন সার্জিও বুসকেটস (Sergio Busquets)।
দলে আজ অনেক বদল করেন লুইস এনরিকে। দানি অলমো-কে (Dani Olmo) বসিয়ে আজ পাবলো সারাবিয়াকে খেলান তিনি। রাইট ব্যাকে লোরেন্টের জায়গায় আজ শুরু করেন চেলসির (Chelsea F.C.) হয়ে সদ্য চ্যাম্পিয়ন্স লীগ (UEFA Champions League) জিতে আসা সিসার এজপিলিকুইটা (César Azpilicueta)। প্রথমার্ধে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে শুরু করে স্পেন, তার সুফলও মেলে। কোকেকে (Koke) বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। তবে স্পট থেকে গোল করতে ব্যর্থ হয় আলভারো মোরাতা (Álvaro Morata)। শেষ ১২টি পেনাল্টির মধ্যে এই নিয়ে ৬টি পেনাল্টি মিস করলো স্পেন।
তবে কাঙ্খিত গোল আসতে আর বেশি সময় লাগেনি। ৩০ মিনিটের মাথায় সারাবিয়ার দূরপাল্লার শট বারে প্রতিহত হয়ে ওপরে উঠে যায়, যা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই বল ঢুকিয়ে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক ডুবরাবকা (Martin Dúbravka) (১-০)।
প্রথমার্ধের সংযুক্ত সময়ের শেষ মিনিটে বার্সেলোনার (FC Barcelona) উঠতি তারকা পেদ্রির (Pedri) অনবদ্য চিপ পাস ধরে জেরার্ড মোরেনো (Gerard Moreno) একটি ক্রস তোলেন যাতে মাথা লাগিয়ে গোলের ব্যবধান বাড়ান স্পেনের জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া আয়মারিক লাপোর্তে (Aymeric Laporte) (২-০)।
দ্বিতীয়ার্ধের শুরুটা খানিকটা ধীরে করলেও স্লোভাকিয়া (Slovakia national football team) কখনোই খেলায় যথেষ্ট প্রাধান্য জমাতে পারেনি। ধীরে ধীরে স্পেন (Spain national football team) আবার ছন্দ ফিরে পেতে না পেতে জর্ডি আলবার (Jordi Alba) অনবদ্য মাইনাস ধরে গোল করেন সেই পাবলো সারাবিয়া (৩-০)। এর পর মোরাতার পরিবর্তে ৬৫ মিনিটে মাঠে নেমে এক মিনিটের মধ্যেই স্কোরশীটে নাম তোলেন আর এক উঠতি তারকা ফেরান তোরেস (Ferran Torres), সেই ফেরান তোরেস যিনি ২০১৭ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ (2017 FIFA U-17 World Cup) ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) খেলেছিলেন। বুদ্ধিদীপ্ত ভাবে নেওয়া কর্নার থেকে গোল করেন তিনি (৪-০)।
৪ গোল করেও যেন মন ভরেনি স্পেনের। প্রথম দুই ম্যাচে আশানুরূপ না খেলতে পারায় অনেক সমালোচনা হয়েছিলো তাঁদের, তাই আজ সমস্ত প্রশ্নের জবাব দিতেই মাঠে নেমেছিল লা রোজা-রা (La Roja) । এর পর এরিক গার্সিয়ার (Eric García) পরিবর্তে মাঠে নেমে পাউ তোরেস (Pau Torres) স্লোভাকিয়ার কফিনে শেষ পেরেকটি পোতেন। তার নেওয়া হেডার ক্লিয়ার করতে গিয়ে আবার একটি আত্মঘাতী গোল করে ফেলেন স্লোভাকিয়ার য়ুরাই কাকা (Juraj Kucka) (৫-০)।
এই জয়ের ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় পৌঁছলো স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া (Croatia national football team)। খেলাটি হবে ডেনমার্কের কোপেনহেগেনে (Copenhagen)।