ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ খেলা কি না সেটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে, তবে ফুটবল যে বিশ্বের সবথেকে সুন্দর খেলা তার প্রমান পাওয়া গেলো ইউরো ২০২০-তে। যাঁরা ফ্রান্স বনাম সুইজারল্যান্ড খেলাটি দেখেছেন তাঁরা নিশ্চয়ই এতদিনে লুকা লুটেনবাক-কে (Luca Lautenbach) চিনে ফেলেছেন। নাম না জানলেও মুখ দেখে নিশ্চয়ই চিনতে পারবেন, ইনি তিনি যাঁর ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
খেলার বয়স তখন ৮১ মিনিট, ফ্রান্স (France national football team) এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। কিন্তু মুহূর্তের মধ্যে ৩-২ করে দেন সুইস স্ট্রাইকার সেফেরভিচ (Haris Seferović)। সদ্য সমাপ্ত স্পেন বনাম ক্রোয়েশিয়ার খেলা দেখার পর অনায়াসেই আশায় বুক বাঁধতে পারতেন সুইস সমর্থকেরা, এবং স্টেডিয়ামের আবহাওয়া দেখে বোঝাই যাচ্ছিল সুইসদের মাথায় কামব্যাকের স্বপ্ন ঘোরাফেরা করছে। তার কিছু মিনিট পর সহজ সুযোগ নষ্ট, মাথায় হাত সবার, লুটেনবাকেরও!
কিন্তু ৮৯ মিনিটে গাভরানোভিচের গোলের সৌজন্যে ৩-৩ গোলে কামব্যাক করে সুইজারল্যান্ড (Switzerland national football team)! আর সাথে আবেগের বিস্ফোরণ! ক্যামেরায় ধরা পড়ে লুটেনবাকের মুখ, তাঁর চোখে জল, যেন হেরে যাওয়া যুদ্ধ জয় করেছেন তিনি, যেন হারার আগে হার না মেনে শেষমেশ জয় ছিনিয়ে এনেছেন তিনি।
আর এই ভাইরাল ভিডিও দেখে একদিনেই কোটি কোটি মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বাদ যায়নি সুইস এয়ার কর্তৃপক্ষও (Swiss International Air Lines)। সুইস এয়ার থেকে লুটেনবাককে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে (Saint Petersburg) গতকাল আয়োজিত সুইজারল্যান্ড বনাম স্পেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। এছাড়াও রাশিয়ায় নিখরচায় একটি বিজনেস ক্লাসের রাউন্ড ট্রিপের প্রস্তাব দিয়েছেন সুইস এয়ার কর্তৃপক্ষ।
বিখ্যাত এনার্জি ড্রিংক প্রস্তুতকারক সংস্থা রেডবুল-এর (Red Bull) তরফ থেকে লুটেনবাককে উপহার পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধু এটুকুই নয়, এমনকি সুইজারল্যান্ডের ট্যুরিজম কর্তৃপক্ষ (Suisse Tourisme) তাঁকে এবং তাঁর পরিবারকে ইউরোর পরে ফ্রি-তে ছুটি কাটাতে যাওয়ার প্রস্তাব দিয়েছে, এমন জায়গায় যার চয়ন লুকা লুটেনবাক নিজে করতে পারবেন।
সবমিলিয়ে, সুইস গ্যালারিতে নিজের অকৃত্রিম আবেগের বিচ্ছুরণ ঘটানো লুকা লুটেনবাক এখন রীতিমত ইন্টারনেট সেলিব্রিটি।