গত ১১ই জুন শুরু হয়েছিল ইউরো ২০২০ (UEFA EURO 2020)। অবশেষে ১৩ দিন পর, ভারতীয় সময় আজ মাঝরাতে শেষ হতে চলেছে এই বছরের ইউরো কাপের গ্ৰুপলীগের খেলা। শনিবার, ২৬শে জুন থেকে শুরু হবে নকআউট পর্ব, অর্থাৎ শেষ ষোলোর ম্যাচগুলি। গ্ৰুপ লিগে মোট ম্যাচের সংখ্যা ৩৬ টি।
তবে প্রত্যাশামতোই এবারের ইউরোয় যে গ্ৰুপের দিকে আপামর ফুটবলপ্রেমীরা নজর ছিল, সেই গ্ৰুপ এফ-এর দেশগুলোর ভাগ্য সরু সুতোর উপর দাঁড়িয়ে। প্রকৃতঅর্থেই গ্ৰুপ এফ এখন গ্ৰুপ অফ ডেথ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স (France national football team), ইউরোর গতবারের বিজেতা পর্তুগাল (Portugal national football team), ইউরোর ইতিহাসে সর্বাধিকবার অংশগ্রহণ করা এবং তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি (Germany national football team) ছাড়াও ফিফা বিশ্বকাপে দুবার রানার্স-আপ হওয়া হাঙ্গেরির (Hungary national football team) ভাগ্যনির্ধারণ হবে আজ রাতে। তবে ফ্রান্স পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেলেও বাকি তিনটে টিমের মধ্যে অন্তত একটি টিমকে (অথবা দুটি) ছিটকে যেতে হবে এবারের ইউরোর গ্ৰুপস্টেজ থেকেই।
এই মুহূর্তে গ্ৰুপ এফ-এর (Group of Death) টেবিলের অবস্থা ঠিক এরকম:
এবারে আসুন দেখে নেওয়া যাক, প্রতিটি টিমের নকআউটের যাওয়ার পরিস্থিতি এবং শর্তগুলি ঠিক কি কি:
ফ্রান্স:
- ফ্রান্স পরবর্তী রাউন্ডের ছাড়পত্র পেয়ে গেছে।
- আজ পর্তুগালের বিরুদ্ধে জিতলে ফ্রান্স গ্ৰুপে প্রথম হয়ে শেষ ষোলোয় যাবে।
- যদি ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচ ড্র হয় এবং জার্মানি হাঙ্গেরিকে হারাতে না পারে, তাহলেও গ্ৰুপ শীর্ষে থাকবে ফ্রান্স।
- যদি ফ্রান্স হেরে যায় এবং হাঙ্গেরি জিতে যায়, তাহলে গোল পার্থক্যের বিচারে গ্ৰুপের দ্বিতীয় স্থান নির্ধারিত হবে।
জার্মানি:
- আজ জিতলে অথবা ড্র করলেই পরবর্তী রাউন্ডে জার্মানি।
- আজ জার্মানি হারলে এবং ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগাল জিতলে ইউরো ২০২০ থেকে বিদায় নিশ্চিত জার্মানির।
- জার্মানি এবং পর্তুগাল, দুদলই হেরে গেলে সেক্ষেত্রেও তৃতীয় স্থান পাবে জার্মানি।
- তৃতীয় স্থান পেলে তাকিয়ে থাকতে হবে ইউরোর ৬টি গ্ৰুপ থেকে সেরা ৪টি তৃতীয় স্থানাধিকারী টিম হওয়ার জটিল সমীকরণে।
- আজ জার্মানি জিতলে এবং ফ্রান্স পয়েন্ট খোয়ালে গ্ৰুপ শীর্ষে থাকবে জার্মানি।
- জার্মানি ড্র করলে এবং ফ্রান্স হেরে গেলে গ্ৰুপে তৃতীয় স্থান পাবে জার্মানি।
পর্তুগাল:
- আজ জিতলে অথবা ড্র করলেই পরবর্তী রাউন্ডে পর্তুগাল।
- পর্তুগাল হারলে এবং জার্মানিও হারলে পর্তুগাল গ্ৰুপে চতুর্থ হবে এবং ছিটকে যাবে এবারের ইউরো থেকে।
- তবে আজ যদি পর্তুগাল জেতে এবং জার্মানি পয়েন্ট নষ্ট করে হাঙ্গেরির সাথে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবে পর্তুগাল।
হাঙ্গেরি:
- শেষ ষোলোয় যেতে গেলে আজ জার্মানির বিরুদ্ধে জিততেই হবে হাঙ্গেরিকে।
- তবে গ্ৰুপ চ্যাম্পিয়ন হতে পারবে না হাঙ্গেরি।
- যদি হাঙ্গেরি জেতে এবং অন্য ম্যাচে ফ্রান্স হেরে যায় পর্তুগালের কাছে, তাহলে গোলপার্থক্যে দ্বিতীয় হতে পারে হাঙ্গেরি।
- যদি হাঙ্গেরি জেতে এবং ফ্রান্স-পর্তুগাল ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে গ্ৰুপে তৃতীয় স্থান পেলেও শেষ ষোলোয় চলে যাবে হাঙ্গেরি।
ফলে আজ ভারতীয় সময় রাত ১২:৩০ থেকে সবারই নজর থাকবে টানটান উত্তেজনার ফ্রান্স-পর্তুগাল এবং জার্মানি-হাঙ্গেরি ম্যাচের দিকে। এখন দেখার, কোন কোন দলের শিকে ছেঁড়ে ইউরোর শেষ ষোলোর, আর কোন কোন তারকা চোখের জলে বিদায় জানান এবারের ইউরোকে।