Contributed by: Chinmoy Biswas
ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলোর সঙ্গে একসঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় রিচার্ড সেলিস — গোল করে জেতালেন দলকে!
ইস্টবেঙ্গলের প্রাক্তন ভেনেজুয়েলান উইঙ্গার রিচার্ড সেলিস যেন নিজের ফুটবল জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। একটি প্রদর্শনী ম্যাচে ব্রাজিলের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলোর সঙ্গে Petroleros FC দলে খেলেই শুধু থেমে থাকেননি, দুর্দান্ত এক গোল করে দলকে জয়ও এনে দিলেন তিনি। তার দল ২-১ গোলে পরাজিত করে CLX Football Club কে।
সেলিসের পারফরম্যান্স মাঠে ছিল নজরকাড়া। বিশ্বফুটবলের এক আইকনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে নামা এবং সেই ম্যাচেই গোল করা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
এক সময় যিনি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন, আজ তিনি আন্তর্জাতিক ফুটবলমঞ্চে নিজের প্রতিভার নতুন দ্যুতি ছড়াচ্ছেন। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও এটি গর্বের বিষয় — কারণ এমন একজন ফুটবলার যিনি লাল-হলুদ শিবিরকে প্রতিনিধিত্ব করেছেন।
Picture Courtesy: Getty Images