ফাউলের রোস্ট খেয়ে
যদি দেখো মিষ্টি
চারিদিকে হাহাকার
এ কি অনাছিস্টি
জগুবাবু বাজারের
যা যা হতো নষ্ট
টিবি হয়ে মরে যেতো
যে পাঁঠা টা পষ্ট
কেউ আর কিনতো না
মরে যেতো শুকিয়ে
এরকম নন ভেজ
আনা হলো লুকিয়ে
খেতে বসে ভেবেছিনু
স্বাদ হবে তাগড়া
মশলা তো কিছু নেই
এখানেও বাগড়া
রাঁধুনি টা রাত দিন
খুব জোরে খাটছে
রান্নার নানা বিধ
বইটই ঘাঁটছে
চুপ করে বসে রাখো
একটুকু ভরসা
মনে হয় ভাগ্য টা
হয়ে যাবে ফরসা।
Post Views: 1,040