শ্রী সিমেন্ট-ইস্টবেঙ্গল চুক্তিবিতর্কে এবার আসরে নামলো এফএসডিএল (Football Sports Development Limited)। এখনও চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়ায় বুধবার ভার্চুয়ালি আয়োজিত হওয়া এফএসডিএলের (FSDL) এই মিটিংয়ে শ্রী সিমেন্টের (Shree Cement) পক্ষ থেকে প্রথমে যোগদানের কথা ছিল না। কিন্তু সর্বভারতীয় সংবাদসংস্থা দ্য টাইমস অফ ইন্ডিয়ার (The Times of India) ক্রীড়া সম্পাদক মার্কাস মারগুলহাওয়ের (Marcus Mergulhao) দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে যোগদানের পরিকল্পনা না থাকলেও এফএসডিএলের পক্ষ থেকে শ্রী সিমেন্টকে এই বৈঠকে ডেকে পাঠানো হয়। মার্কাসের সূত্র অনুযায়ী, এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) সিইও কর্নেল শিবাজী সমাদ্দার (Colonel Shivaji Samaddar) এই মিটিংয়ে যোগদান করেন। তাঁকে খোলাখুলি বলে দেওয়া হয় – হয় এই সমস্যা জলদি মেটান, নইলে গুডবাই!
মার্কাসের দেওয়া তথ্য অনুযায়ী, এফএসডিএল সূত্রের খবর, জুনের তৃতীয় সপ্তাহে দাঁড়িয়ে নতুন ইনভেস্টর নিয়ে এসে সমস্ত ফর্মালিটি মিটিয়ে আইএসএলে (Indian Super League) যোগদান করা সম্ভব নয়। ফলে এই চুক্তি বিতর্ক খুব দ্রুত না মিটলে এই মরশুমে ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে ১০ দল নিয়েই লীগ করতে হবে আইএসএলের লীগ কমিটিকে। সেই বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের কাছে।
এদিকে ইস্টবেঙ্গলের সাবেক কর্তারা চুক্তিপত্রে সই করতে এখনও অনড়। এফএসডিএল সরাসরি চুক্তিবিতর্ক মেটানোর বার্তা দিয়ে দেওয়ায় প্রবল চাপে পড়ে গেলেন তাঁরা। বলাই বাহুল্য, সাবেক কর্তারা দ্রুত সই না করলে সমর্থকদের ধৈর্য্যের বাঁধও এবার ক্রমশ ভাঙ্গতে শুরু করবে।
এখন দেখার, চুক্তি সইয়ের বেড়াজালে আটকে থাকা ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।
FSDL has told SC East Bengal to sort out the mess as soon as possible or else the ISL will go ahead with a 10-team league this season. There will not be any time for a new investor to step in and complete the formalities.#Indianfootball #ISL #SCEB
— Marcus Mergulhao (@MarcusMergulhao) June 16, 2021