ট্রান্সফার মার্কেটে এক নতুন খবর ঘোরাফেরা করছে, যে সব ঠিক চললে ২০২১-২২ মরসুমে ইস্টবেঙ্গলের ঐতিয্যশালী লাল হলুদ জার্সি গায়ে আই এস এল খেলতে পারেন গত বছরের “গোল্ডেন গ্লাভস” বিজয়ী অরিন্দম ভট্টাচার্য্য। আপাতত লাল-হলুদ ব্রিগেডের দুর্গপ্রহরি হলেন শঙ্কর রায়, মিরশাদ এবং শুভম সেন। অরিন্দম দলে যোগ দিলে যেরকম ডিফেন্সে মনোবল বাড়বে, আশা করা যায় পুরো দলেরই মনোবল বাড়াবে এই সাইনিংটি।
উল্লেখ্য, পর পর দুবছর আইএসএল ফাইনাল খেলেছেন বাংলার এই গোলকিপার। ২০১৯ সালে এটিকের হয়ে আইএসএল জিতেছিলেন, এবং ২০২০ সালে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে ফাইনালে মুম্বাইয়ের কাছে পরাজিত হন তিনি। এই মরসুমে এটিকে মোহনবাগান অমরিন্দর সিং কে সই করায়, যার ফলে অরিন্দমকে রিলিজ নিয়ে নিতে হয়।
সূত্রের খবর অনুযায়ী প্রাথমিক ভাবে ১ বছরের জন্যে ইস্টবেঙ্গলে আসছেন অরিন্দম, তবে তার পর এক্সটেনশন নিতে পারেন তিনি।