হুঁকোমুখো হ্যাংলার
বাংলাতে বাড়ি
কারো সাথে ভাব নেই
একেবারে আড়ি
জঙ্গলে থেকেছিলো
হাতিদের সনে
পিছু আর ছাড়েনি যে
রণে আর বনে
লেজ গুলো পাকড়িয়ে
ভাবে নিজে রাজা
ইদানীং স্কোরকার্ড
ঘোড়া ডিম ভাজা
কাগজের শেষ পাতে
মাঝে মাঝে জ্ঞান
পেলে কে সে আটকেছে
এই, হ্যান ত্যান
ক্লপ, পেপ, জোসেদের
নানাবিধ খুঁত
খুঁজে খুঁজে রোজ তার
ঘাড়ে চাপে ভূত
পিকে আর অমলের
সাথে নাম জুড়ে
“অল টাইম গ্রেট ” আমি
বলে নাকি সুরে।
Post Views: 1,521