অবশেষে প্রতীক্ষার অবসান। করোনা আবহে গত বছর স্থগিত হয়ে গিয়েছিল কলকাতা লীগ (Calcutta Football League)। শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে প্রকাশিত হল এই মরসুমে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিসনের আংশিক সূচিপত্র। সব ঠিক থাকলে আগামী ১৭ই আগস্ট পিয়ারলেস (Peerless SC) বনাম খিদিরপুর স্পোর্টিংয়ের (Kidderpore SC) ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারের কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিসন।
গত ১২ই জুলাই বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সিএফএলের প্রিমিয়ার ডিভিসনের গ্রুপবিন্যাস। সেখানে গ্রুপ ১-এ মহামেডান এসসি, ভবানীপুর, সাদার্ন সমিতির (Southern Samity) মতো ক্লাবগুলোর সাথে রাখা হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকেও। সেই সূত্র ধরেই এবার প্রকাশিত আংশিক সূচীতেও রাখা হল এসসি ইস্টবেঙ্গলকে।
আইএফএ-র (Indian Football Association) প্রকাশিত সূচী অনুযায়ী ২৪শে আগস্ট ভবানীপুরের (Bhawanipore FC) বিরুদ্ধে ম্যাচ দিয়ে মরশুম শুরু করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ২৮শে আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল মুখামুখি হতে চলেছে কলকাতার তৃতীয় প্রধান মহামেডানের (Mohammedan SC)।
নীচে রইলো আইএফএ (IFA) দ্বারা প্রকাশিত পূর্ণাঙ্গ সূচী:
তবে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (Shree Cement) সঙ্গে ইস্টবেঙ্গলের চূড়ান্ত চুক্তি এখনও সম্পন্ন হয়নি। ফলে দলগঠনও রয়েছে থমকে। যদিও ক্লাবকর্তাদের তরফ থেকে প্রাক্তন সচিব বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে (Lawyer Parthasarathi Sengupta) মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব দেওয়ার পর সমর্থকরা আশায় রয়েছেন, হয়তো অচিরেই মিটতে চলেছে চুক্তিজট। ফলে সেই আশাতেই এখন বুক বাঁধছেন কোটি কোটি লাল হলুদ সমর্থকরা।