আইএসেলের লীগ স্টেজ শেষ, আর তার ঠিক পরেই এই মাসে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলার জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিলেন ভারতীয় জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিমাচ। মূলত তারুণ্যের ওপরেই ভরসা রেখেছেন তিনি, তবে শুধু মাত্র ৩ জন ফরওয়ার্ড দলে রাখাটা কিছুটা বিস্ময়কর।
আইএসএলের ফাইনাল ১৩ই মার্চ। তারপরেই ২৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করে দেবেন ক্রোয়েশিয়ান কোচ স্টিমাচ।
🚨 ANNOUNCEMENT 🚨#BlueTigers 🐯 head coach @stimac_igor has named the 3⃣5⃣-man list of probables for the International Friendlies against Oman 🇴🇲 & UAE 🇦🇪 in March.#BackTheBlue #IndianFootball
— Indian Football Team (@IndianFootball) March 2, 2021
দুবাইতে আয়োজিত হতে চলা এই দুই ম্যাচের মধ্যে সফরের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে ২৫শে মার্চ। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ভারত খেলতে নামবে ২৯শে মার্চ।
১৫ই মার্চ থেকে ভারতীয় দলের ক্যাম্প শুরু হবে দুবাইতে।
৩৫ জনের প্রাথমিক দলটির দেখে নেওয়া যাক:
.@stimac_igor names 3️⃣5️⃣-man list of probables for International Friendlies against Oman 🇴🇲 and UAE 🇦🇪
— Indian Football Team (@IndianFootball) March 2, 2021
Read the statement here 👉 https://t.co/rvkQFf5jEY#BackTheBlue 💙 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/zWnUvVyWe4
গোলরক্ষক: গুরপ্রীত সান্ধু, আমরিন্দর সিং, শুভাশিস রায় চৌধুরী, ধীরাজ সিং, বিশাল কাইথ।
রক্ষণ: সেরিটন ফার্নান্দেজ, আশুতোষ মেহতা, আকাশ মিশ্রা, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, চিংলেনসনা সিং, সার্থক গলুই, আদিল খান, মান্দার রাও দেশাই, প্রবীর দাস, মাসুর শেরিফ।
মাঝমাঠ: উদন্তা সিং, রাউলিন বর্জেস, আপুইয়া, জিকসন সিং, রেনিয়ার ফার্নান্দেজ, অনিরুদ্ধ থাপা, বিপিন সিং, ইয়াসির, সুরেশ সিং, লিস্টন কোলাসো, বিপিন সিং, লালিয়ানজুয়ালা চাংতে, রাহুল কেপি, হিতেশ শর্মা, ফারুক চৌধুরী, আশিক কুরুনিয়ান।
আক্রমণ: সুনীল ছেত্রী, মানবীর সিং, ঈশান পান্ডিতা।