Contributed by: Chinmoy Biswas
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শ্বাসরুদ্ধকর ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হয় এক দুর্দান্ত লড়াই। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ শেষ হলেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শিরোপা ঘরে তোলে ভারত।
ম্যাচের শুরুতেই চমক দেখায় ভারত। মাত্র ২য় মিনিটেই সিংগামায়ুম শামির গোল ভারতকে এগিয়ে দেয়। তবে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে জয় আহমেদের গোলে সমতায় ফিরে আসে লাল-সবুজের দল।
দু’দলের রোমাঞ্চকর লড়াই গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় ভারতীয় খেলোয়াড়রা দেখান অসাধারণ আত্মবিশ্বাস। পাঁচটি পেনাল্টির মধ্যে চারটি গোল করে তারা, অন্যদিকে বাংলাদেশের দুটি শট রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক।
শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে ভারতের খেলোয়াড়রা। এই জয়ে তারা আবারও প্রমাণ করল, দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে তাদের দাপট অটুট। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্স করেও স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
এই ফাইনাল শুধু একটি ম্যাচ ছিল না, ছিল ভবিষ্যতের ফুটবল তারকাদের আত্মপ্রকাশের মঞ্চ — যেখানে জয় হলো সাহস, দৃঢ়তা আর আত্মবিশ্বাসের।
Picture Courtesy: AIFF Media