২০২২ এ এফ সি মহিলা এশিয়া কাপের জন্যে আয়োজক দেশ হিসেবে ভারতকেই বেছে নিলো এশিয়ান ফুটবল কনফেডারেশন। গত বছর জুন মাসেই সিদ্ধান্ত নেওয়ার পর এখন প্রতিযোগিতার জন্যে তিনটি স্টেডিয়াম-ও চূড়ান্ত করা হয়ে গেছে। এশিয়ান ফুটবল সার্কিটে মহিলারদের সব থেকে বড়ো এই প্রতিযোগিতা আগামী বছর অর্থাৎ ২০২২ এ ২০-এ জানুয়ারি থেকে ৬-ই ফেব্রুয়ারী পর্যন্ত ভারতের তিনটি শহরে অনুষ্ঠিত হবে। কোন তিনটি স্টেডিয়ামে খেলা গুলো হতে চলেছে একবার দেখে নেওয়া যাক:
১. ডি ওয়াই পাটিল স্টেডিয়াম (নাভি মুম্বাই): আসন সংখ্যা: ৩৭,৯০০
২. ট্রান্সস্টাডিয়া (আহমেদাবাদ): আসন সংখ্যা: ২০,০০০
৩. কলিঙ্গ স্টেডিয়াম (ভুবনেশ্বর): আসন সংখ্যা: ১৫,০০০
এই প্রসঙ্গে এ এফ সি-এর জেনারেল সেক্রেটারি উইন্ডসর জন বলেন, “বিগত কয়েক বছর ধরে ভারতের ফুটবলের মান অনেক উন্নত হয়েছে, তাই আগামী মহিলা এশিয়া কাপ আয়োজন করাটা ভারতের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফলস্বরূপ সেখানে ফুটবলের প্রতি লোকেদের আকর্ষণ অনেকটা বেড়ে যাবে।”
MATCHDAY
— EAST BENGAL the REAL POWER (EBRP)❤💛 (@EBRPFC) April 8, 2021
🏟️⚽
India ⚔️ Belarus
Come on India 🇮🇳#IndianFootball #EBRP #BacktheBlue #BlueTigress #ShePOWER pic.twitter.com/MPDeMGQOEi
২০২২ এশিয়া কাপের ব্যাপারে খুঁটিনাটি দেখে নেওয়া যাক:
• আয়োজক দেশ: ভারত (১৯৮০ এর পর প্রথম বার মহিলা এশিয়া কাপ আয়োজন করছে)। এছাড়াও তাইপেই ও উজবেকিস্তানও আয়োজন করার বিড জমা দিয়েছিল।
• যোগ্যতা অর্জন: ভারত (আয়োজক), জাপান (২০১৮ চ্যাম্পিয়ন), অস্ট্রেলিয়া (২০১৮ রানার্স-আপ), চীন (২০১৮ তৃতীয় স্থান-অধিকারী)। বাকি ৮ টি স্পটের জন্যে যোগ্যতা বাছাই পর্ব খেলা হবে ১৩-২৫ সেপ্টেম্বর ২০২১-এ।
• মোট দলের সংখ্যা: ৮ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে।
• ২০২৩ মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন: এশিয়া থেকে ৫ টি দল বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায়, তবে অস্ট্রেলিয়া আয়োজক হিসেবে যোগ্যতা অর্জন করার ফলে ২০২২ এশিয়া কাপে অস্ট্রেলিয়া ছাড়া বাকি ৪ টী সেরা দল বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে।