কোভিড-১৯ এর আবহে প্রায় প্রতিটি দেশই কোয়ারেন্টাইনের বিভিন্ন নিয়মে আবদ্ধ, সাথে আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর সাথে সেপ্টেম্বর ৩০ থেকে অক্টোবর ৭-এর ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি খেলা নিয়ে ধোঁয়াশা ছিলই, এবং এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (All India Football Federation) জানিয়েও দিলো যে ওই সময়ে কোনো ফ্রেন্ডলি খেলতে পারবে না ভারত। এমনকি কিছু এশীয় অথবা আফ্রিকান দেশের সাথে ইউরোপিয়ান ভেন্যুতে খেলার প্রস্তাবও দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, তবে তাতেও কোনো সুরাহা হয়নি।
এরই মধ্যে নেপাল ফুটবল ফেডারেশন (All Nepal Football Association) এআইএফএফ -এর সাথে যোগাযোগ করে ফ্রেন্ডলি খেলার প্রস্তাব পাঠায় এবং সেই প্রস্তাব কোচ এবং খেলোয়াড়দের সাথে পরামর্শ করার পর মেনে নিতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এরই মধ্যে অফিসিয়াল বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে অক্টোবরে সাফ কাপে ভারত অংশগ্রহণ করবে।
ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী সাফ কাপ (SAFF Championship) শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই শুরু হবে আইএসএল। শারদিয়ার ঢাকে কাঠি পড়ার সাথেই ফুটবল মরসুমেরও দামামা বেজে যাবে ভারতে।