সময়টা বিশেষ ভালো যাচ্ছে না লাল হলুদের জন্য। এমনিতেই অভিষেক আইএসএলে ১১ দলের লীগে নবম স্থানে শেষ করতে হয়েছে। তবে বেশীরভাগ সমর্থক মেনে নিয়েছেন মূলত একেবারে শেষ মুহূর্তে আইএসএলে যোগদান করে তাড়াহুড়ো করে দলগঠনই ব্যর্থতার প্রধান কারণ। ফলত নতুন আসা ইনভেস্টর শ্রী সিমেন্টকে কিছুটা সময় দেওয়ারই পক্ষপাতী সমর্থকদের একাংশ।
গত মরশুমের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে আগামী মরশুম শুরু করতে চেয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। চেয়েছিলেন, এবারে যখন আর্থিকভাবে শক্তিশালী ইনভেস্টর পাওয়া গিয়েছে, তখন দলবদলের বাজারে যথেষ্ট কোমর বেঁধেই নামবেন এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। কিন্তু সে আশা এখন বিশ বাওঁ জলে। সাবেক কর্তা ও শ্রী সিমেন্ট (Shree Cement) কর্তৃপক্ষের মধ্যে চুক্তিপত্র নিয়ে টানাপোড়েনের ফলে এখনও বোর্ড গঠন হয়নি শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের (Shree Cement East Bengal Foundation) , যারা ক্লাবের দৈনন্দিন পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা। ফলে দলবদলের বাজারে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) যে শুধু পিছিয়েই পড়ছে তা নয়, গত মরশুমে লাল-হলুদ জার্সি গায়ে খেলা ফুটবলারদের দলছাড়ার জল্পনাও এখন তুঙ্গে।
রাজু গায়কোয়াড় (Raju Gaikwad), সার্থক গলুইরা (Sarthak Golui) ইস্টবেঙ্গল ছাড়ছেন, এই জল্পনা আগেই শোনা গিয়েছিল, গত দুদিন ধরে ম্যাত্তি স্টেইনম্যানের নামও ভাসছে মুখে মুখে। তালিকায় এবার নতুন সংযোজন ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। হঠাৎই জল্পনা, ইস্টবেঙ্গল ছাড়তে পারেন তিনি। নেপথ্যে সোশ্যাল মিডিয়াতে করা তাঁর নিজেরই একটি পোস্ট।
বুধবার বেলা ১২:১৫ নাগাদ নিজের ইনস্টাগ্রাম স্টোরি-তে একটি পোস্ট করেন ব্রাইট। সেখানে লেখেন “New journey I put my trust on you lord”. অর্থাৎ, “নতুন যাত্রা, ঈশ্বরের উপর আমার বিশ্বাস আছে”। এই “নতুন যাত্রা” শব্দবন্ধটিতেই সিঁদুরে মেঘ দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাহলে কি ক্লাবের এই প্রশাসনিক ডামাডোল এবং অনিশ্চয়তায় বিরক্ত হয়ে ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন গত মরশুমে তর্কাতীতভাবে এসসি ইস্টবেঙ্গলের সেরা ফুটবলার? জল্পনা তুঙ্গে।
তবে শেষ পর্যন্ত যাই হোক, দ্রুত চুক্তিপত্রের সমস্যা না মিটলে সমর্থকদের ভোগান্তি এবং টেনশন যে বাড়তেই থাকবে, সে ব্যাপারে কোনও দ্বিমত নেই। কর্তা এবং ইনভেস্টরদের এই দড়ি টানাটানির খেলায় সবচেয়ে বেশী যন্ত্রণাক্লিষ্ট হচ্ছেন সাধারণ সমর্থকেরাই। এটা যত তাড়াতাড়ি দুই পক্ষ বুঝবেন এবং একটা সমাধানের রাস্তায় আসবেন, ততই মঙ্গল। নইলে, হয়তো আরও একটা ব্যর্থতার মরশুম অপেক্ষা করে আছে শতাব্দীপ্রাচীন ক্লাবের জন্য।
One Comment
Please kick out all the officials immediately.