২০২১-২২ মরশুমের জন্য এফএসডিএলের (Football Sports Development Limited) ডাকা অনলাইন বৈঠকে অনেকটাই ঠিক হয়ে গেল আগামী আইএসএলের (Indian Super League) রূপরেখা। বুধবার গত আইএসএলে (ISL) খেলা সমস্ত ক্লাবের সিইও-দের নিয়ে বৈঠকে বসেন এফএসডিএল (FSDL) কর্তৃপক্ষ। সাবেক কর্তাদের সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্র নিয়ে সমস্যা না মেটায় প্রথমে সেই বৈঠকে থাকার কথা ছিল না এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) কর্তৃপক্ষের। কিন্তু পরে এসসি ইস্টবেঙ্গলের সিইও অবসরপ্রাপ্ত কর্নেল শিবাজী সমাদ্দারকে (Colonel Shivaji Samaddar) ডেকে পাঠান আইএসএলের আয়োজনকারীরা। সূত্রের খবর, হরিমোহন বাঙুরের (Hari Mohan Bangur) সম্মতিতেই সেই বৈঠকে যোগ দেন শিবাজীবাবু।
এফএসডিএল সূত্রে জানা যাচ্ছে, সব ঠিক থাকলে গত বছরের মতো এই মরশুমেও নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে আইএসএল, চলবে মার্চ পর্যন্ত। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবারেও কঠোর জৈব বলয়ের (Bio-secure bubble) মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বর্তমানে ভারতের সর্বোচ্চ টুর্নামেন্ট। সেক্ষেত্রে আইএসএল আয়োজনের দৌড়ে আবারও এগিয়ে গোয়া (Goa)। যদিও কলকাতা এবং কেরালার নাম আলোচনায় উঠে এসেছে, তবুও গত মরশুমে সাফল্যের সঙ্গে প্রতিটা ম্যাচ আয়োজন করার পুরস্কার হিসেবে এবারেও হয়তো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেতে চলেছে গোয়াই। তবে ভারতে যদি সেই সময়ে করোনা পরিস্থিতির অবনতি ঘটে এবং একান্তই যদি টুর্নামেন্ট আয়োজন না করা যায়, সেক্ষেত্রে বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে আইএসএল। সেক্ষেত্রে পাল্লা ভারী কাতার (Qatar ) বা সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates)।
গোয়াকে আইএসএলের সম্ভাব্য আয়োজক হিসেবে ধরে নিয়ে ১১টি টিমকে আগের মতোই তিনটি ভেন্যুতে ভাগ করা হবে। সেক্ষেত্রে গতবছরের মতো এবছরও এসসি ইস্টবেঙ্গলের হোমগ্রাউন্ড হতে চলেছে ভাস্কোর তিলক ময়দান (Tilak Maidan, Vasco)। একনজরে দেখে নেওয়া যাক কোথায় হতে চলেছে আইএসএলের ১১টি দলের হোমগ্রাউন্ড:
জওহরলাল স্টেডিয়াম, ফতোরদা: মুম্বাই সিটি এফসি, এটিকে মোহনবাগান, নর্থইস্ট ইউনাইটেড
জিএমসি স্টেডিয়াম, বাম্বোলিম: এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি
তিলক ময়দান, ভাস্কো: চেন্নাইন এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, এসসি ইস্টবেঙ্গল
তবে এই খবরে বিরাট কিছু আশান্বিত হওয়ার কথা নয় লাল-হলুদ সমর্থকদের। ২০২১-২২ মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা এখনও দাঁড়িয়ে যদি-কিন্তুর উপর। সূত্রের খবর, এফএসডিএলের পক্ষ থেকে এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত কর্নেল শিবাজী সমাদ্দারকে জানিয়ে দেওয়া হয়েছে, সাবেক কর্তাদের সঙ্গে শ্রী সিমেন্টের চূড়ান্ত চুক্তি নিয়ে সমস্যা দ্রুত মিটলে তবেই ইস্টবেঙ্গলকে অষ্টম আইএসএলের জন্য বিবেচনা করা হবে। নইলে এই মরশুমে ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে ১০ দল নিয়েই লীগ আয়োজন করবে আইএসএলের লীগ কমিটি।
ফলে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের ফুটবলভাগ্য এখন নির্ভর করে রয়েছে সাবেক কর্তাদের উপরেই। যত দ্রুত তাঁরা চুক্তিপত্র স্বাক্ষর করে শ্রী সিমেন্টের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক পাকা করবেন, ততই প্রশস্ত থাকবে আইএসএলে খেলার সম্ভাবনা। কোনওভাবে শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেস্তে গেলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে আপামর লাল-হলুদ সমর্থকদের।