করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা ভারত জুড়েই। যার শুরুটা হয়েছিলো মহারাষ্ট্রে, সেই সেকেন্ড ওয়েভে এখন সারা ভারত জুড়েই আতঙ্কের পরিস্থিতি। দৈনিক প্রায় চার লক্ষ মানুষ নতুনভাবে আক্রান্ত হচ্ছেন, দৈনিক মৃত্যুর সংখ্যাও এই মুহূর্তে সাড়ে তিন হাজারের বেশী। পশ্চিমবঙ্গের অবস্থাও স্বস্তিদায়ক নয়। বাংলায় একদিনে করোনায় মৃত ৮৯, আক্রান্ত প্রায় সাড়ে ১৭ হাজার।
ফলে লাগামছাড়া করোনার প্রকোপ এবং তার তুলনায় অপ্রতুল হাসপাতাল এবং স্বাস্থ্যব্যবস্থা নিয়ে চিন্তার ভাঁজ সরকার তথা চিকিৎসক মহলের কপালে।
এই অবস্থায় খেলাধুলো প্রায় বন্ধ বললেই চলে। মানুষের প্রাণ বাঁচানোই এখন সবার মূল লক্ষ্য। সেই লক্ষেই এবার নবসাজে নির্মিত ফুটবলপ্রেমীদের প্রিয় কিশোর ভারতী স্টেডিয়াম (Kishore Bharati Stadium) পরিণত হলো কোভিড হাসপাতালে।
এবার এগিয়ে এলো আইটিসি লিমিটেড (ITC Limited)। তাঁদের সহায়তায় এই অস্থায়ী কোভিড হাসপাতাল গড়ে তুললো মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল (Medica Superspecialty Hospital)। একসাথে ২০০ শয্যার বন্দোবস্ত করা হয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে। যুদ্ধকালীন তৎপরতায় এই পুরো ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে মাত্র ৭২ ঘন্টায়! ফলে বলাই বাহুল্য, রাজ্যের বাড়তে থাকা করোনা সংক্রমণের চিকিৎসায় অনেকটাই সাহায্য করবে এই উদ্যোগ।
প্রসঙ্গত, আড়াই মাস আগেই, গত ৭ই ফেব্রুয়ারী, ২০২১-এ, চলতি ফুটবল মরশুমে আইলিগে গোকুলাম এফসি (Gokulam Kerala FC) এবং রিয়েল কাশ্মীরের (Real Kashmir) ম্যাচ দিয়ে নবরূপে সজ্জিত যাদবপুর (Jadavpur, Kolkata) লাগোয়া এই স্টেডিয়াম আবার খেলাধুলোর জন্য খুলে দেওয়া হয়।