৩. যখন কারোর কাছে বল নেই। কেউ একজন বল হারিয়েছে। ফুটবলের ভাষায় এটাকে ট্রানজিশন বলে। এটা বোঝার আগে 2টো প্রচলিত বিষয় একটু ঠিক করে নিই।
এট্যাকিং দল – যখন যে দলের দখলে বল থাকে। এক্ষেত্রে সে দলের ১১ জন ই এট্যাকার।
ডিফেন্ডিং দল– যে দলের দখলে বল থাকে না। সেক্ষেত্রে সে দলের ১১ জন ই ডিফেন্ডার।
কোন খেলোয়াড় কোন পসিশন এ খেলে সেটা ধর্তব্য না।
এবার আসি মূল ব্যাপারে। ধরুন এটিকের পায়ে বল ছিল আর হটাৎ করে একটা মিস পাস করলো বা ইস্টবেঙ্গলের কোনো ডিফেন্ডার কোনো একটা ভাবে সেই বল কেড়ে নিতে সফল হলো।
এই মুহূর্ত টায় একটু দাঁড়ান।
বল দখলে নেওয়া মাত্রই ইস্টবেঙ্গল কিন্তু এট্যাকিং টিম হয়ে গেল আর এটিকে ডিফেন্ডিং। এক সেকেন্ড আগেও সেটা ছিল না। তাহলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কে তাদের সমস্ত রক্ষণ পরিকল্পনা থেকে বেরিয়ে আক্রমণ পরিকল্পনা তে ঢুকতে হবে ওপর দিকে এটিকেকে নিজেদের আক্রমণ পরিকল্পনা কে জলাঞ্জলি দিয়ে রক্ষণে নামতে হবে।
আক্রমণ ও রক্ষণের এই মুহূর্তের বদলটাই খেলার রং বদলে দেয়। সাধারণত ফিটনেস ও খেলোয়াড় দের টেকনিক্যাল ক্ষমতা র উপর এই পরিবর্তন কতটা মসৃন হবে তা নির্ভর করে।
এবং তার সাথে খেলাটা মাঠের ঠিক কোন ভৌগোলিক জায়গা তে হচ্ছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা টা নির্ণয় করার জন্য। মাঠের ভৌগোলক বিশ্লেষণ পরবর্তী পার্ট এ।